Natural Wonder: সব গাছ ছাড়িয়ে ‘৯ পায়ে’ দাঁড়িয়ে এই তালগাছ! প্রকৃতির রহস্যময় বিস্ময় দেখতে ছুটে যান সকলে

Last Updated:
Natural Wonder: বছরের পর বছর ধরে গ্রামবাসীরা এই গাছের ছায়ায় হাঁটেন, তাকান, চমকে ওঠেন—তবু বিস্ময় ফুরোয় না। পথিকরা পথ থামিয়ে দাঁড়ান। নতুন কেউ এলেই মোবাইলে বন্দি হয় এই প্রাকৃতিক বিস্ময়। কেউ আবার অবাক হয়ে বলেন—এও কি সম্ভব! প্রকৃতি এত শিল্পী হয় কবে থেকে?
1/6
 "তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে”—এই পংক্তি শৈশবের স্মৃতিকে জাগিয়ে তোলে। অথচ উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোড়ারাস গ্রামে দেখা মেলে এক তালগাছ, যা যেন কবিতার নিয়ম ভেঙে প্রকৃতির নিজস্ব ছন্দে দাঁড়িয়ে আছে নয়টি পায়ে! বিস্ময়ের ছায়া ফেলে প্রকৃতি যেন সেখানে নিজের কবিতা নিজেই লিখেছে।
"তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে”—এই পংক্তি শৈশবের স্মৃতিকে জাগিয়ে তোলে। অথচ উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোড়ারাস গ্রামে দেখা মেলে এক তালগাছ, যা যেন কবিতার নিয়ম ভেঙে প্রকৃতির নিজস্ব ছন্দে দাঁড়িয়ে আছে নয়টি পায়ে! বিস্ময়ের ছায়া ফেলে প্রকৃতি যেন সেখানে নিজের কবিতা নিজেই লিখেছে।
advertisement
2/6
গাছটি শুধু তালগাছ নয়—এ যেন এক বর্ণময় আশ্চর্য! নয়টি কাণ্ড একসঙ্গে উঠে গেছে আকাশের দিকে, আর প্রতিটি কাণ্ডের মাথায় হেলান দিয়ে আছে সবুজ পাতার মুকুট। দূর থেকে দেখতে মনে হয়, নয় ভাই কাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দিচ্ছে কোনও প্রাচীন রহস্যের দ্বার।
গাছটি শুধু তালগাছ নয়—এ যেন এক বর্ণময় আশ্চর্য! নয়টি কাণ্ড একসঙ্গে উঠে গেছে আকাশের দিকে, আর প্রতিটি কাণ্ডের মাথায় হেলান দিয়ে আছে সবুজ পাতার মুকুট। দূর থেকে দেখতে মনে হয়, নয় ভাই কাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দিচ্ছে কোনও প্রাচীন রহস্যের দ্বার।
advertisement
3/6
বছরের পর বছর ধরে গ্রামবাসীরা এই গাছের ছায়ায় হাঁটেন, তাকান, চমকে ওঠেন—তবু বিস্ময় ফুরোয় না। পথিকরা পথ থামিয়ে দাঁড়ান। নতুন কেউ এলেই মোবাইলে বন্দি হয় এই প্রাকৃতিক বিস্ময়। কেউ আবার অবাক হয়ে বলেন—এও কি সম্ভব! প্রকৃতি এত শিল্পী হয় কবে থেকে?
বছরের পর বছর ধরে গ্রামবাসীরা এই গাছের ছায়ায় হাঁটেন, তাকান, চমকে ওঠেন—তবু বিস্ময় ফুরোয় না। পথিকরা পথ থামিয়ে দাঁড়ান। নতুন কেউ এলেই মোবাইলে বন্দি হয় এই প্রাকৃতিক বিস্ময়। কেউ আবার অবাক হয়ে বলেন—এও কি সম্ভব! প্রকৃতি এত শিল্পী হয় কবে থেকে?
advertisement
4/6
এই তালগাছের জন্ম রহস্যেও মোড়া। কে বা কারা লাগিয়েছিল, তার হদিশ নেই কারোর কাছেই। কেউ বলেন, এই গাছ মানুষ নয়, প্রকৃতিই নিজে সৃষ্টি করেছে। তার কূট কৌশলের খেলায় গোপনে বড় হয়ে উঠেছে এই নয় মাথার তালগাছ, যাকে ঘিরে এখন এক নিঃশব্দ গর্ব বাসা বেঁধেছে গ্রামের বুকে।
এই তালগাছের জন্ম রহস্যেও মোড়া। কে বা কারা লাগিয়েছিল, তার হদিশ নেই কারোর কাছেই। কেউ বলেন, এই গাছ মানুষ নয়, প্রকৃতিই নিজে সৃষ্টি করেছে। তার কূট কৌশলের খেলায় গোপনে বড় হয়ে উঠেছে এই নয় মাথার তালগাছ, যাকে ঘিরে এখন এক নিঃশব্দ গর্ব বাসা বেঁধেছে গ্রামের বুকে।
advertisement
5/6
উদ্ভিদবিদ রঞ্জিত মুখার্জির ভাষায়, এই গাছ অলৌকিক নয়, তবে দুর্লভ অবশ্যই। “হরমোন ও জেনেটিক বৈচিত্র্যের কারণে এক বীজ থেকে তৈরি হতে পারে একাধিক কাণ্ড। তবে এমন ঘটনা সাধারণ নয়। এটি এক ব্যতিক্রমী প্রাকৃতিক বৈচিত্র্য,”—জানান তিনি।
উদ্ভিদবিদ রঞ্জিত মুখার্জির ভাষায়, এই গাছ অলৌকিক নয়, তবে দুর্লভ অবশ্যই। “হরমোন ও জেনেটিক বৈচিত্র্যের কারণে এক বীজ থেকে তৈরি হতে পারে একাধিক কাণ্ড। তবে এমন ঘটনা সাধারণ নয়। এটি এক ব্যতিক্রমী প্রাকৃতিক বৈচিত্র্য,”—জানান তিনি।
advertisement
6/6
তবে বৈজ্ঞানিক ব্যাখ্যার ঊর্ধ্বেও রয়েছে এক আবেগ, এক মুগ্ধতা। তাই ঘোড়ারাসের মানুষজন এই নয় পায়ের তালগাছটিকে শুধুই গাছ নয়, যেন প্রকৃতির পাঠানো এক কবিতা বলেই মনে করেন। সেই কবিতা পড়তে আজও বহু মানুষ ছুটে আসেন, নির্ভার হয়ে দাঁড়ান তার ছায়ায়, আর বলেন—
তবে বৈজ্ঞানিক ব্যাখ্যার ঊর্ধ্বেও রয়েছে এক আবেগ, এক মুগ্ধতা। তাই ঘোড়ারাসের মানুষজন এই নয় পায়ের তালগাছটিকে শুধুই গাছ নয়, যেন প্রকৃতির পাঠানো এক কবিতা বলেই মনে করেন। সেই কবিতা পড়তে আজও বহু মানুষ ছুটে আসেন, নির্ভার হয়ে দাঁড়ান তার ছায়ায়, আর বলেন—"প্রকৃতির তুলনায় শিল্পী আর কে!"
advertisement
advertisement
advertisement