Natural Wonder: সব গাছ ছাড়িয়ে ‘৯ পায়ে’ দাঁড়িয়ে এই তালগাছ! প্রকৃতির রহস্যময় বিস্ময় দেখতে ছুটে যান সকলে
- Reported by:JULFIKAR MOLLA
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Natural Wonder: বছরের পর বছর ধরে গ্রামবাসীরা এই গাছের ছায়ায় হাঁটেন, তাকান, চমকে ওঠেন—তবু বিস্ময় ফুরোয় না। পথিকরা পথ থামিয়ে দাঁড়ান। নতুন কেউ এলেই মোবাইলে বন্দি হয় এই প্রাকৃতিক বিস্ময়। কেউ আবার অবাক হয়ে বলেন—এও কি সম্ভব! প্রকৃতি এত শিল্পী হয় কবে থেকে?
"তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে”—এই পংক্তি শৈশবের স্মৃতিকে জাগিয়ে তোলে। অথচ উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোড়ারাস গ্রামে দেখা মেলে এক তালগাছ, যা যেন কবিতার নিয়ম ভেঙে প্রকৃতির নিজস্ব ছন্দে দাঁড়িয়ে আছে নয়টি পায়ে! বিস্ময়ের ছায়া ফেলে প্রকৃতি যেন সেখানে নিজের কবিতা নিজেই লিখেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






