Birbhum in Summer: তীব্র গরমে দগ্ধ বীরভূম, ভরদুপুরে জনশূন্য জেলাসদরে বৃষ্টির জন্য চাতক-অপেক্ষা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Birbhum in Summer: রাতের বেলাও কোনোভাবেই মিলছে না স্বস্তি।এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রার্থনা একটাই, ‘বৃষ্টি’। কিন্তু আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রবিবার ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।
গরমে নাজেহাল বীরভূমের মানুষ।প্রায় প্রতি দিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে বইছে লু।রাতের বেলাও কোনোভাবেই মিলছে না স্বস্তি।এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রার্থনা একটাই, ‘বৃষ্টি’। কিন্তু আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রবিবার ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।
advertisement
advertisement
advertisement
তীব্র গরমের মধ্যে সকাল দশটার মধ্যেই কাজ সেরে বাড়ি ফিরছেন মানুষজন।দুপুর থেকে তেমন কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না।আবার বিকেল চারটা থেকে পাঁচটার পর বাড়ির বাইরে বের হচ্ছেন। যদিও বিকেলের পর তীব্র রোদ না থাকলেও অস্বস্তিকর এবং ভ্যাপসা আবহাওয়া থাকছে। চলতি সপ্তাহে রবিবার কিছুটা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমে তবে এই বৃষ্টিপাত কতটা স্বস্তি দেবে, সেটা জানা নেই আবহাওয়া দফতরের।
advertisement
এই গরমে ডাক্তার আশীষ রায় পরামর্শ দিচ্ছেন পাতলা কাপড় পরিধান করার। এবং সারাদিনে অন্তত ৫ থেকে ৬ লিটার জল পান করার প্রয়োজন। এর পাশাপাশি বেশি মসলাযুক্ত খাবার না খেয়ে যতটা সম্ভব পাতলা খাবার খাওয়া প্রয়োজন। হুটহাট করে রোদের মধ্যে ঠান্ডা জল পান করে রোদ থেকে এসে কিছুটা সময় বসে তারপর ঠান্ডা জল পান করা প্রয়োজন।
