মুখ সহ ঝলসে গেল শরীরের বিভিন্ন অংশ, মাত্র ১০ বছরের বালিকার বাজ পড়ে মৃত্যু

Last Updated:
এ যেন বিনা মেঘে বজ্রপাত!
1/4
মর্মান্তিক মৃত্যু৷ শনিবার রানিতলা থানার কোলান রমনাপাড়া এলাকায় বজ্রপাতে মৃত্যু এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর ।শনিবার সন্ধ্যার আগে বাড়ির পাশে আম বাগানে খেলা বন্ধুদের সঙ্গে খেলা করছিল সে। Photo -Representative
মর্মান্তিক মৃত্যু৷ শনিবার রানিতলা থানার কোলান রমনাপাড়া এলাকায় বজ্রপাতে মৃত্যু এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর ।শনিবার সন্ধ্যার আগে বাড়ির পাশে আম বাগানে খেলা বন্ধুদের সঙ্গে খেলা করছিল সে। Photo -Representative
advertisement
2/4
হঠাৎ করে বজ্রপাতের ফলে মৃত্যু হয় এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর । মৃত ছাত্রীর নাম সান্ত্বনা খাতুন৷ মাত্র ১০ বছর বয়স তাঁর । বাজ পড়ার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন আম বাগানের দিকে গেলে লক্ষ্য করে যান৷
হঠাৎ করে বজ্রপাতের ফলে মৃত্যু হয় এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর । মৃত ছাত্রীর নাম সান্ত্বনা খাতুন৷ মাত্র ১০ বছর বয়স তাঁর । বাজ পড়ার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন আম বাগানের দিকে গেলে লক্ষ্য করে যান৷
advertisement
3/4
সেখানে গিয়ে দেখা যায় মৃত ছাত্রীর দেহ বাগানে পড়ে রয়েছে এবং তার মুখ সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়৷
সেখানে গিয়ে দেখা যায় মৃত ছাত্রীর দেহ বাগানে পড়ে রয়েছে এবং তার মুখ সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়৷
advertisement
4/4
সেই অবস্থায় তড়িঘড়ি করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে, রানিতলা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ - Input Pranab Kumar Banerjee
সেই অবস্থায় তড়িঘড়ি করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে, রানিতলা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ - Input Pranab Kumar Banerjee
advertisement
advertisement
advertisement