বিদেশের ধাঁচে বাংলাতেও স্ট্রিট লাইব্রেরি! যতক্ষণ খুশি বই পড়ার সুযোগ, কোথায় চালু হল জানেন?

Last Updated:
খেলার মাঝেই এবার বই পড়ার স্বাদ পাবে খুদে শিশুরা
1/6
কান্দি, কৌশিক অধিকারীঃ ডিজিটাল যুগে এখন মোবাইল এবং ইন্টারনেট মানুষের বেশিরভাগ সময় দখল করে নিচ্ছে। যুব সমাজের মধ্যে বই পড়ার আগ্রহ দিন দিন কমছে বলে দাবি অনেকের। এখন শহর বা গ্রামাঞ্চলের বেশিরভাগ লাইব্রেরিগুলিতে উপন্যাস, গল্প ,কবিতা, শিশু সাহিত্যের বইগুলিতে ধুলোর পাহাড় জমছে। তবে ব্যতিক্রম দেখা গেল কান্দিতে।
<strong>কান্দি, কৌশিক অধিকারীঃ</strong> ডিজিটাল যুগে এখন মোবাইল এবং ইন্টারনেট মানুষের বেশিরভাগ সময় দখল করে নিচ্ছে। যুব সমাজের মধ্যে বই পড়ার আগ্রহ দিন দিন কমছে বলে দাবি অনেকের। এখন শহর বা গ্রামাঞ্চলের বেশিরভাগ লাইব্রেরিগুলিতে উপন্যাস, গল্প ,কবিতা, শিশু সাহিত্যের বইগুলিতে ধুলোর পাহাড় জমছে। তবে ব্যতিক্রম দেখা গেল কান্দিতে।
advertisement
2/6
ইতিমধ্যেই এখানে বই লাইব্রেরি চালু করা হয়েছে। মুর্শিদাবাদের কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সব পেয়েছির আসরের ছোট শিশুদের কথা মাথায় রেখেই এই ছোট্ট লাইব্রেরির পথচলা শুরু। নাম দেওয়া হয়েছে 'স্বপন বুড়ো স্মৃতি পাঠাগার'। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
ইতিমধ্যেই এখানে বই লাইব্রেরি চালু করা হয়েছে। মুর্শিদাবাদের কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সব পেয়েছির আসরের ছোট শিশুদের কথা মাথায় রেখেই এই ছোট্ট লাইব্রেরির পথচলা শুরু। নাম দেওয়া হয়েছে 'স্বপন বুড়ো স্মৃতি পাঠাগার'। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
3/6
এই অভিনব লাইব্রেরিতে আপাতত ৫০টি বই রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে জীবনানন্দ দাশ, যে কোনও লেখকের বই বিকেলে খেলার মাঠে এসে ছোট্ট শিশুরা সেখানে বসে পড়তে পারেন। রয়েছে শিশু পাঠ্যের বেশ কিছু বইও। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
এই অভিনব লাইব্রেরিতে আপাতত ৫০টি বই রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে জীবনানন্দ দাশ, যে কোনও লেখকের বই বিকেলে খেলার মাঠে এসে ছোট্ট শিশুরা সেখানে বসে পড়তে পারেন। রয়েছে শিশু পাঠ্যের বেশ কিছু বইও। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
4/6
এই লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়া বারণ। যতক্ষণ খুশি এখানে বসে বই পড়া যায়। কিন্তু কেউ বই নিয়ে পালিয়ে গেলে সমস্যা! ফলে সংগঠনের পক্ষ থেকে নজরদারি রাখা হবে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
এই লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়া বারণ। যতক্ষণ খুশি এখানে বসে বই পড়া যায়। কিন্তু কেউ বই নিয়ে পালিয়ে গেলে সমস্যা! ফলে সংগঠনের পক্ষ থেকে নজরদারি রাখা হবে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
5/6
সংগঠনের কর্মকর্তা প্রদীপ চৌধুরী জানিয়েছেন, এখন সবাই অনলাইনে সবকিছু পড়ে। কিন্তু হাতে নিয়ে বই পড়ার সেই স্বাদ, সেই অনুভূতি কি আজকের প্রজন্ম বুঝতে পারবে? সময়ের দাবি মেনে মোবাইল, ল্যাপটপ থাকুক। কিন্তু তার পাশাপাশি যেন টেবিলে কয়েকটা বইও থাকে। সকলের মধ্যে বই পড়ার সেই অভ্যাস ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
সংগঠনের কর্মকর্তা প্রদীপ চৌধুরী জানিয়েছেন, এখন সবাই অনলাইনে সবকিছু পড়ে। কিন্তু হাতে নিয়ে বই পড়ার সেই স্বাদ, সেই অনুভূতি কি আজকের প্রজন্ম বুঝতে পারবে? সময়ের দাবি মেনে মোবাইল, ল্যাপটপ থাকুক। কিন্তু তার পাশাপাশি যেন টেবিলে কয়েকটা বইও থাকে। সকলের মধ্যে বই পড়ার সেই অভ্যাস ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
6/6
সর্ব ভারতীয় শিশু সংগঠন সব পেয়েছির আসর। দৈহিক ও মানসিক গঠনের জন্য রোজ বিকেলে ছোট্ট শিশুদের বিভিন্ন রকমের খেলার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তাই খেলার মাঝেই এবার বই পড়ার স্বাদ পাবে খুদে শিশুরা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
সর্ব ভারতীয় শিশু সংগঠন সব পেয়েছির আসর। দৈহিক ও মানসিক গঠনের জন্য রোজ বিকেলে ছোট্ট শিশুদের বিভিন্ন রকমের খেলার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তাই খেলার মাঝেই এবার বই পড়ার স্বাদ পাবে খুদে শিশুরা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
advertisement
advertisement