বিদেশের ধাঁচে বাংলাতেও স্ট্রিট লাইব্রেরি! যতক্ষণ খুশি বই পড়ার সুযোগ, কোথায় চালু হল জানেন?
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
খেলার মাঝেই এবার বই পড়ার স্বাদ পাবে খুদে শিশুরা
<strong>কান্দি, কৌশিক অধিকারীঃ</strong> ডিজিটাল যুগে এখন মোবাইল এবং ইন্টারনেট মানুষের বেশিরভাগ সময় দখল করে নিচ্ছে। যুব সমাজের মধ্যে বই পড়ার আগ্রহ দিন দিন কমছে বলে দাবি অনেকের। এখন শহর বা গ্রামাঞ্চলের বেশিরভাগ লাইব্রেরিগুলিতে উপন্যাস, গল্প ,কবিতা, শিশু সাহিত্যের বইগুলিতে ধুলোর পাহাড় জমছে। তবে ব্যতিক্রম দেখা গেল কান্দিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
সংগঠনের কর্মকর্তা প্রদীপ চৌধুরী জানিয়েছেন, এখন সবাই অনলাইনে সবকিছু পড়ে। কিন্তু হাতে নিয়ে বই পড়ার সেই স্বাদ, সেই অনুভূতি কি আজকের প্রজন্ম বুঝতে পারবে? সময়ের দাবি মেনে মোবাইল, ল্যাপটপ থাকুক। কিন্তু তার পাশাপাশি যেন টেবিলে কয়েকটা বইও থাকে। সকলের মধ্যে বই পড়ার সেই অভ্যাস ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement








