‘অন্ধজনের চোখে আলো দেন’-আজও এই বিশ্বাসে মাঘী পূর্ণিমায় বিশেষ পুজো হয় কান্দি দোহালিয়া কালী মন্দিরে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
#বহরমপুর: মাঘী পূর্ণিমা (Maghi Purnima) উপলক্ষে মঙ্গলবার রাতভর বিশেষ হোম যজ্ঞ ও পুজো আয়োজন করা হল কান্দি দোহালিয়া কালী (Maa Kali) মন্দিরে । মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়ি (Kali), একহাজার বছর পূর্বে রাজা লক্ষন সেন ও বল্লাল সেন আমলে এই কালী ঠাকুর প্রতিষ্ঠিত কান্দি দোহালিয়া কালীবাড়ি।
#বহরমপুর: মাঘী পূর্ণিমা (Maghi Purnima) উপলক্ষে মঙ্গলবার রাতভর বিশেষ হোম যজ্ঞ ও পুজো আয়োজন করা হল কান্দি দোহালিয়া কালী (Maa Kali) মন্দিরে । মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়ি (Kali), একহাজার বছর পূর্বে রাজা লক্ষন সেন ও বল্লাল সেন আমলে এই কালী ঠাকুর প্রতিষ্ঠিত কান্দি দোহালিয়া কালীবাড়ি। মা এখানে ব্যাঘ্র আকৃতি রুপে দেবী কালী মা (Maa Kali) পূজিত হন।
advertisement
আগে জঙ্গল আকৃতি মধ্য এই মন্দির থাকলেও এখন কাল ও নিয়ম সাথে পরিবর্তিত আধুনিক যুগের সাথে মন্দির ও ততসংগগ্ন এলাকা আজ আধুনিক ছোঁয়া লেগেছে। মন্দিরের সেবাইতরা জানান, এক হাজার বছর আগে বল্লাল সেনের আমলে কোন এক পরিব্রাজক সন্ন্যাসী নাগাল্যান্ড থেকে নদী পথে যাওযার সময় এখানে বসে তপ্যাসা করছিলেন। তখন তপ্যাসা চলাকালীন বিভিন্ন রূপে তার ধ্যানভঙ্গ করতে থাকেন কিন্তু পরবর্তীতে ধ্যান ভঙ্গ হতেই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালী (Kali) শিলা মুর্তি দেখতে পাওয়া যায় তখন থেকেই এই ব্যাখ্র রূপে মা দক্ষিণাকালী (Kali) পুজো হয়ে আসছে । প্রতিবছর কালীপুজো সহ বিভিন্ন তিথিতে ধুম ধামের সহকারে পুজো হয়। কথিত আছে পরিব্রাজক এক সাধক এই কালী মন্দিরের গাছের তলায় তপ্যাসা চলাকালীন, মা কে দেখতে পান। তখন তাকে জিজ্ঞেস করা হয়, কী চাও তখন জানানো হয়, আমি অন্ধ। চোখের অন্ধত্ব দূর করতে কোন কিছু ব্যবস্থা করা হক।
advertisement
সেই থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং এই পুকুরে চান করে গাছের শিকর নেন এবং অন্ধ দুর হয় বলে কথিত আছে। আজ পর্যন্ত মন্দিরে পাশে পুকুরে জল মারা হয়না একবার জল মারতে গিয়ে পুকুরে মাটি ফেটে গেছিল সেই থেকে এই পুকুরে জল এক ভাবে রাখা হয়। এমনকি এই কান্দি দোহালিয়া গ্রামে কালীপুজো অমাবস্যা তে অন্য কোন পূজো হয় না কারণ এই গ্রামে একটি মন্দিরে পূজো হয়। নিয়ম নিষ্ঠা ও আচার আচরন মেনেই ঐতিহ্যবাহী মন্দিরে পূজো হয় আজও ।
advertisement