South 24 Parganas News: জঙ্গল ছেড়ে বাঘ চলে আসছে লোকালয় সংলগ্ন বনে! আতঙ্কিত মৈপাঠের গ্রামবাসীরা

Last Updated:
সাত সকালে বাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপিঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর এলাকায়। ঠাকুরান নদীর শাখা নদীর শাখা নদী পাশের কিশোরী মোহনপুরে বৃহস্পতিবার সকালে বাঘের টাটকা পায়ের ছাপ দেখেই আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ। খবর দেওয়া হয়েছে স্থানীয় মৈপীঠ উপকূল থানায়।সেই সঙ্গে বনদফতর কে খবর দেওয়া হয়েছে।
1/6
শীতের মৌসুম শুরু হতেই লোকালয়ে বাঘের আতঙ্ক। বাঘের আতঙ্কে ভয়ে কাঁটা হয়ে রয়েছে আস্ত একটি গ্রাম। বৃহস্পতিবার সকালে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী মোহন এলাকায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা।
শীতের মৌসুম শুরু হতেই লোকালয়ে বাঘের আতঙ্ক। বাঘের আতঙ্কে ভয়ে কাঁটা হয়ে রয়েছে আস্ত একটি গ্রাম। বৃহস্পতিবার সকালে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী মোহন এলাকায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা।
advertisement
2/6
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রামবাসীদের। গ্রামবাসীরা পৌছায় নদীর তীরে। দেখতে পায় নদীর চড়ের উপর তরতাজা বাঘের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীরা বুঝতে পারে এলাকার মধ্যে বাঘ ঢুকেছে। এরপর এলাকাবাসীরা খবর দেয় মেপীঠ উপকূল থানাতে।
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রামবাসীদের। গ্রামবাসীরা পৌছায় নদীর তীরে। দেখতে পায় নদীর চড়ের উপর তরতাজা বাঘের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীরা বুঝতে পারে এলাকার মধ্যে বাঘ ঢুকেছে। এরপর এলাকাবাসীরা খবর দেয় মেপীঠ উপকূল থানাতে।
advertisement
3/6
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে এক গ্রামবাসী জানান, প্রতিবছর শীতের শুরুতেই গ্রামের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে এক গ্রামবাসী জানান, প্রতিবছর শীতের শুরুতেই গ্রামের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
4/6
এদিন সকালে যে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে, সেই  ছাপ দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। বনদফতরের এক আধিকারিক জানান, ইতিমধ্যেই ওই বাঘের পায়ের ছাপের অনুসন্ধান করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চলছে।
এদিন সকালে যে বাঘের পায়ের ছাপ দেখা গেছে, সেই বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এক বনদফতর এর আধিকারিক তিনি জানান, ইতিমধ্যেই ওই বাঘের পায়ের ছাপের অনুসন্ধান করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছি।
advertisement
5/6
কীভাবে বারবার লোকালয়ে বাঘ আসছে সেটাই বড় প্রশ্ন। অরণ্যের বাঘ কেন নিজের জঙ্গল ছেড়ে চলে আসছে লোকালয় সংলগ্ন বনে , দানা বাঁধছে প্রশ্ন। স্পষ্ট উত্তর আপাতত নেই।
কীভাবে বারবার লোকালয়ে বাঘ আসছে সেটাই বড় প্রশ্ন। অরণ্যের বাঘ কেন নিজের জঙ্গল ছেড়ে চলে আসছে লোকালয় সংলগ্ন বনে , দানা বাঁধছে প্রশ্ন। স্পষ্ট উত্তর আপাতত নেই।
advertisement
6/6
বনকর্মীরা সমস্ত দিক খতিয়ে দেখছে। মূলত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতির উপর নজর রাখছে বনদফতর।
বনকর্মীরা সমস্ত দিক খতিয়ে দেখছে। মূলত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতির উপর নজর রাখছে বনদফতর।
advertisement
advertisement
advertisement