Snake: সর্বনাশ! পশ্চিমবঙ্গে এই প্রথম এ কোন সাপ পাওয়া গেল! মাথায় হাত সকলের! দেখা মিলল ২২৮ বছর পর
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Snake: স্থানীয় সূত্রে জানা যায়, সাপটি মাটির গর্তে লুকিয়ে ছিল। বাড়ির আশেপাশের জঙ্গল সাফাই করছিল বাড়ির মালিক।
advertisement
advertisement
প্রলয় চট্টোপাধ্যায় জানান, খুব সাবধানে মাটির গর্ত খুঁড়ে সাপটি উদ্ধার করা হয়। সাপটির পেটের তলার হলুদ সাদা ও গায়ের ওপরে বাদামি রঙের সুন্দর দাগ কাটা। প্রাথমিকভাবে এটি একটি নির্বিষ বেত আছড়া সাপ বলে মনে হচ্ছিল। পরে হাতে নিয়ে সাপটির বেশ কিছু ছবি তুলে বন ফাউন্ডেশনের বিভিন্ন এক্সপার্টদের কাছে পাঠানো হয়। পরামর্শ চেয়ে জানতে চাওয়া হয়।
advertisement
ফাউন্ডেশনের বিভিন্ন এক্সপার্টরা যে তথ্য জানান, সেটা খুব চমকপ্রদক ছিল। ছবি গুলো থেকে সাপটির শরীরের আঁশ সহ আরও অন্যান্য বিষয় খুব গুরুত্ব সহকারে পরীক্ষা করে জানান, এই সাপটি একটি বিরল এবং সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম উদ্ধার হয়েছে। সাপটির সাধারণ ইংরেজি নাম : কন্ডানেরাস স্যান্ড স্নেক, বাংলা নাম নেই। বিজ্ঞানসম্মত নাম Psammophis condanarus.
advertisement
advertisement
advertisement