Snake Bite: 'ডাক্তারবাবু মা'কে বাঁচান'! মাকে নিয়ে হাসপাতালে পৌঁছেই বোতল দেখাল ছেলে! ভিতরে কোন সাপ জানেন! শুনে চমকে উঠবেন

Last Updated:
Snake Bite: চিকিৎসা না হয়ে উল্টে মূল্যবান সময় নষ্ট হয় সেখানেই। শেষ পর্যন্ত হতাশ হয়ে সালার হাসপাতালে পৌঁছান বিশ্বজিৎ। বর্তমানে সান্ত্বনা দাস সেখানে চিকিৎসাধীন।
1/5
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের সালার থানার মাখালতোর গ্রামে ঘটেছে এক অবাক করা ঘটনা। সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন সান্ত্বনা দাস নামের এক গৃহবধূ। মাকে সাপ কামড় দিয়েছে দেখে ছেলের সাহসিকতা অবাক করল সকলকে। জ্যান্ত সাপ হাতে ধরে অসুস্থ মা’কে নিয়ে হাসপাতালে ছুটলেন তিনি। ছেলের নাম বিশ্বজিৎ দাস।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের সালার থানার মাখালতোর গ্রামে ঘটেছে এক অবাক করা ঘটনা। সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন সান্ত্বনা দাস নামের এক গৃহবধূ। মাকে সাপ কামড় দিয়েছে দেখে ছেলের সাহসিকতা অবাক করল সকলকে। জ্যান্ত সাপ হাতে ধরে অসুস্থ মা’কে নিয়ে হাসপাতালে ছুটলেন তিনি। ছেলের নাম বিশ্বজিৎ দাস।
advertisement
2/5
কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। প্রথমেই মা’কে নিয়ে গ্রামের এক ওঝার বাড়িতে যান তিনি। কিন্তু অভিযোগ— ওই ওঝা তখন মদ্যপ অবস্থায় ঘুমিয়ে ছিলেন।
কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। প্রথমেই মা’কে নিয়ে গ্রামের এক ওঝার বাড়িতে যান তিনি। কিন্তু অভিযোগ— ওই ওঝা তখন মদ্যপ অবস্থায় ঘুমিয়ে ছিলেন।
advertisement
3/5
চিকিৎসা না হয়ে উল্টে মূল্যবান সময় নষ্ট হয় সেখানেই। শেষ পর্যন্ত হতাশ হয়ে সালার হাসপাতালে পৌঁছান বিশ্বজিৎ। বর্তমানে সান্ত্বনা দাস সেখানে চিকিৎসাধীন।
চিকিৎসা না হয়ে উল্টে মূল্যবান সময় নষ্ট হয় সেখানেই। শেষ পর্যন্ত হতাশ হয়ে সালার হাসপাতালে পৌঁছান বিশ্বজিৎ। বর্তমানে সান্ত্বনা দাস সেখানে চিকিৎসাধীন।
advertisement
4/5
হাসপাতালের চিকিৎসকেরা স্পষ্ট বার্তা দিয়েছেন, সাপে কামড়ালে ওঝা বা ঝাড়ফুঁকের কাছে যাওয়া কোনও সমাধান নয়। বরং তাতে রোগীর প্রাণসংকট আরও বাড়তে পারে। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোটাই একমাত্র পথ।
হাসপাতালের চিকিৎসকেরা স্পষ্ট বার্তা দিয়েছেন, সাপে কামড়ালে ওঝা বা ঝাড়ফুঁকের কাছে যাওয়া কোনও সমাধান নয়। বরং তাতে রোগীর প্রাণসংকট আরও বাড়তে পারে। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোটাই একমাত্র পথ।
advertisement
5/5
ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আলোড়ন— একদিকে ছেলের অদম্য সাহস, অন্যদিকে অন্ধ বিশ্বাসের কারণে মূল্যবান সময়ের অপচয়। দু’টিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।
ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আলোড়ন— একদিকে ছেলের অদম্য সাহস, অন্যদিকে অন্ধ বিশ্বাসের কারণে মূল্যবান সময়ের অপচয়। দু’টিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।
advertisement
advertisement
advertisement