এসআই অফিসের শৌচালয়ের দরজা খুলেছিল একজন... বাবা গো! পিলে চমকে গেল... ঘাপটি মেরে কে বসে আছে?

Last Updated:
শুক্রবার শৌচালয়ে বিশাল আকৃতির গোসাপটি দেখার পর তাকে বাইরে বের করার চেষ্টা করা হয়। সেই চেষ্টা ব্যর্থ হলে খবর পাঠানো হয় পরিবেশ সংগঠন গ্রীন চেন মুভমেন্টের পরিচালক প্রদীপ রঞ্জন রীতকে। তিনি বন দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে আসেন।
1/5
এসআই অফিসের শৌচালয়ে ঘাপটি মেরে বসে আছে বিশালাকৃতির প্রাণী। দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। হিংস্র না হলেও বৃহৎ আকৃতি দেখেই ভয়ে কাবু সবাই। ঘটনার জেরে শুক্রবার রীতিমতো হুলস্থুল কান্ড আমতা সিরাজবাটী চক্র অফিসে।
এসআই অফিসের শৌচালয়ে ঘাপটি মেরে বসে আছে বিশালাকৃতির প্রাণী। দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। হিংস্র না হলেও বৃহৎ আকৃতি দেখেই ভয়ে কাবু সবাই। ঘটনার জেরে শুক্রবার রীতিমতো হুলস্থুল কান্ড আমতা সিরাজবাটী চক্র অফিসে।
advertisement
2/5
মনিটর লিজার্ড নামের এই উভচর প্রাণী হাওড়া জেলা প্রায় সর্বত্রই বাস করে। লোকালয়ে সাধারণভাবে দেখা যায়। এর কামড় দেওয়ার ঘটনা সেভাবে না ঘটলেও এই প্রাণী'র লেজের আঘাত মারাত্মক ক্ষত সৃষ্টি করতে পারে। এটি নিজেদের প্রাণ বাঁচাতে আত্মরক্ষার জন্য লেজের আঘাত হানতে পারে। তাই কামড়ের থেকে বেশি ভয়ানক গো সাপের লম্বা লেজের আঘাত। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
মনিটর লিজার্ড নামের এই উভচর প্রাণী হাওড়া জেলা প্রায় সর্বত্রই বাস করে। লোকালয়ে সাধারণভাবে দেখা যায়। এর কামড় দেওয়ার ঘটনা সেভাবে না ঘটলেও এই প্রাণী'র লেজের আঘাত মারাত্মক ক্ষত সৃষ্টি করতে পারে। এটি নিজেদের প্রাণ বাঁচাতে আত্মরক্ষার জন্য লেজের আঘাত হানতে পারে। তাই কামড়ের থেকে বেশি ভয়ানক গো সাপের লম্বা লেজের আঘাত। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
এসআই অফিসের শৌচালয় জুড়ে করে বসেছিল এই বিশালাকার গোসাপ। এটি লম্বায় প্রায় ৮ ফুট। শৌচালয় থেকে প্রাণীটিকে বের করতে বিভিন্নভাবে চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে বন দফতর এবং স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠনের সহযোগিতায় শৌচালয় থেকে প্রাণী'টি বের করা সম্ভব হয়।
এসআই অফিসের শৌচালয় জুড়ে করে বসেছিল এই বিশালাকার গোসাপ। এটি লম্বায় প্রায় ৮ ফুট। শৌচালয় থেকে প্রাণীটিকে বের করতে বিভিন্নভাবে চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে বন দফতর এবং স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠনের সহযোগিতায় শৌচালয় থেকে প্রাণী'টি বের করা সম্ভব হয়।
advertisement
4/5
শুক্রবার শৌচালয়ে বিশাল আকৃতির গোসাপটি দেখার পর তাকে বাইরেবের করার চেষ্টা করা হয়। সেই চেষ্টা ব্যর্থ হলে, খবর পাঠানো হয় পরিবেশ সংগঠন গ্রীন চেন মুভমেন্টের পরিচালক প্রদীপ রঞ্জন রীতকে। তিনি বন দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে আসেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
শুক্রবার শৌচালয়ে বিশাল আকৃতির গোসাপটি দেখার পর তাকে বাইরেবের করার চেষ্টা করা হয়। সেই চেষ্টা ব্যর্থ হলে, খবর পাঠানো হয় পরিবেশ সংগঠন গ্রীন চেন মুভমেন্টের পরিচালক প্রদীপ রঞ্জন রীতকে। তিনি বন দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে আসেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
বেশ কিছুক্ষণের চেষ্টায় শৌচালয় থেকে গোসাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। পার্শ্ববর্তী জলাশয়ে মুক্তি করে দেওয়া হয় গোসাপটিকে। এ প্রসঙ্গে শিক্ষক পরিবেশকর্মী প্রদীপ রঞ্জন রীত জানান, গোসাপ জীববৈচিত্রের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের আবর্জনা, পচা প্রাণীর দেহ এবং সাপের মতো বিষাক্ত প্রাণীদের খেয়ে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বেশ কিছুক্ষণের চেষ্টায় শৌচালয় থেকে গোসাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। পার্শ্ববর্তী জলাশয়ে মুক্তি করে দেওয়া হয় গোসাপটিকে। এ প্রসঙ্গে শিক্ষক পরিবেশকর্মী প্রদীপ রঞ্জন রীত জানান, গোসাপ জীববৈচিত্রের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের আবর্জনা, পচা প্রাণীর দেহ এবং সাপের মতো বিষাক্ত প্রাণীদের খেয়ে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement