Shmashan Art: শ্মশানের দেওয়াল যেন ক্যানভাস! কবির খেরোর খাতা...

Last Updated:
Shmashan Art: শ্মশানের দেওয়াল হয়ে উঠেছে শিল্পীর ক্যানভাস, সেখানেই লিখেছেন কবিতা। বাঁকুড়ার পলাশতলা মহাশ্মশানে গেলে শিল্পী সুজয় দাসের এমনই অসামান্য কীর্তির সাক্ষী থাকতে পারবেন
1/7
পুরো শ্মশানটা তাঁর ক্যানভাস। শ্মশানের দেওয়ালেই এঁকেছেন দারুন সব ছবি, লিখেছেন কবিতা। এইসব কীর্তি বাঁকুড়ার বর্ষিয়ান শিল্পী সুজয় দাসের।
পুরো শ্মশানটা তাঁর ক্যানভাস। শ্মশানের দেওয়ালেই এঁকেছেন দারুন সব ছবি, লিখেছেন কবিতা। এইসব কীর্তি বাঁকুড়ার বর্ষিয়ান শিল্পী সুজয় দাসের।
advertisement
2/7
বাঁকুড়ার পলাশতলা মহাশ্মশানই হল বাঁকুড়ার বর্ষিয়ান শিল্পীর ক্যানভাস এবং কবিতার খাতা।
বাঁকুড়ার পলাশতলা মহাশ্মশানই হল বাঁকুড়ার বর্ষিয়ান শিল্পীর ক্যানভাস এবং কবিতার খাতা।
advertisement
3/7
কাবলুর দশ কাপ চা, এই কবিতা এবং দেওয়ালের চিত্রের মাধ্যমে ফোটানো হয়েছে বাঁকুড়ার 'চা কালচার'। শ্মশানের দেওয়ালেই আঁকা হয়েছে এই ছবি।
কাবলুর দশ কাপ চা, এই কবিতা এবং দেওয়ালের চিত্রের মাধ্যমে ফোটানো হয়েছে বাঁকুড়ার 'চা কালচার'। শ্মশানের দেওয়ালেই আঁকা হয়েছে এই ছবি।
advertisement
4/7
উদযাপন করা হয়েছে ভারতের চন্দ্রযান অভিযান। শ্মশানের দেওয়ালে জায়গা করে নিয়েছেন দেবাদিদেব মহাদেব। আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের এক অদ্ভুত মেলবন্ধন।
উদযাপন করা হয়েছে ভারতের চন্দ্রযান অভিযান। শ্মশানের দেওয়ালে জায়গা করে নিয়েছেন দেবাদিদেব মহাদেব। আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের এক অদ্ভুত মেলবন্ধন।
advertisement
5/7
ফুটে উঠেছে মা কালীর ডেঙ্গু নিধনের ছবি। লেখা হয়েছে কবিতা। লিখেছেন সুজয় দাস। এঁকেছেনও তিনি।
ফুটে উঠেছে মা কালীর ডেঙ্গু নিধনের ছবি। লেখা হয়েছে কবিতা। লিখেছেন সুজয় দাস। এঁকেছেনও তিনি।
advertisement
6/7
শ্মশানের দেওয়ালে জায়গা করে নিয়েছে আধুনিক সমাজের কথা। বাচ্চাদের হাতে মুঠোফোন এবং সেই মুঠোফোনে জনপ্রিয় সেলফি।
শ্মশানের দেওয়ালে জায়গা করে নিয়েছে আধুনিক সমাজের কথা। বাচ্চাদের হাতে মুঠোফোন এবং সেই মুঠোফোনে জনপ্রিয় সেলফি।
advertisement
7/7
বাচ্চাদের জন্য রয়েছে ধাঁধাও। শ্মশানের দেওয়ালে সব বয়সের মানুষের উপভোগ করার জন্যই কাজ করেছেন সুজয় দাস।
বাচ্চাদের জন্য রয়েছে ধাঁধাও। শ্মশানের দেওয়ালে সব বয়সের মানুষের উপভোগ করার জন্যই কাজ করেছেন সুজয় দাস।
advertisement
advertisement
advertisement