Shantiniketan: রাঙামাটির গন্ধ মেখে কবিগুরুর শান্তিনিকেতন, শীতের মরশুমে হোটেল ভাড়ায় বড় ছাড়
- Published by:Rukmini Mazumder
 - hyperlocal
 - Reported by:Souvik Roy
 
Last Updated:
শীতের মরশুমে হোটেল ভাড়ায় ছাড় দিচ্ছে শান্তিনিকেতনের একাধিক হোটেল
advertisement
 শুধু পর্যটক নয়,বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল আয়োজিত শিক্ষামূলক ক্যাম্পিংয়ের জন্য শান্তিনিকেতন আসেন। মূলত শীতের মরশুমে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য হাজার হাজার পর্যটকদের ভিড় জমে। এই সময় শান্তিনিকেতনের বিভিন্ন হোটেলের ভাড়ার ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হয়
advertisement
 শান্তিনিকেতন এলে পর্যটকেদের অনেকেই নিজস্ব বাড়ি বা কটেজ ভাড়া করে থাকেন। বছরের অন্যান্য সময় কটেজের ভাড়া অনেকটাই বেশি থাকে। কিন্তু শীতের মরশুমে কটেজের ভাড়ায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। পুরো বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখার জন্য পর্যটকেরা দুইরাত্রি তিন দিনের প্যাকেজ নিয়ে হোটেল অথবা কটেজ ভাড়া করেন। সেই ক্ষেত্রে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানান বোলপুরের একটি বেসরকারি হোটেলের মালিক সঞ্জয় বিশ্বাস।
advertisement
advertisement
