Nadia News: শুধু ১৫ নয়, ১৮ অগাস্টের জন্যও তৈরি হচ্ছে জাতীয় পতাকা, স্বনির্ভর হচ্ছেন স্কুল পাশ করা মহিলারা

Last Updated:
Indian National flag: এখন বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে শুধু পোশাক নয় পতাকা তৈরিতেও স্বনির্ভর মেয়েরা। মেয়েদের স্বাবলম্বী করতে একের পর এক কার্যক্রম করছে সরকার।
1/6
এখন বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে শুধু পোশাক নয় পতাকা তৈরিতেও স্বনির্ভর মেয়েরা। মেয়েদের সাবলম্বী করতে একের পর এক কার্যক্রম করছে সরকার। এবার বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সেলাই এর কাজ শিখে সাবলম্বী হচ্ছেন শান্তিপুর এর ব্লক তথা শহরের একাধিক নারীরা।
এখন বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে শুধু পোশাক নয় পতাকা তৈরিতেও স্বনির্ভর মেয়েরা। মেয়েদের সাবলম্বী করতে একের পর এক কার্যক্রম করছে সরকার। এবার বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সেলাই এর কাজ শিখে সাবলম্বী হচ্ছেন শান্তিপুর এর ব্লক তথা শহরের একাধিক নারীরা।
advertisement
2/6
নদিয়ার শান্তিপুরে মালঞ্চ হাই স্কুলে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেখানে যারা সদ্য বিদ্যালয়ের গন্ডি পেরিয়েছে কিংবা পড়াশোনা সদ্য শেষ করছে সেরকম অনেক মহিলা এসে এই সেলাই শিক্ষা নিয়ে সাবলম্বী হচ্ছে।
নদিয়ার শান্তিপুরে মালঞ্চ হাই স্কুলে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেখানে যারা সদ্য বিদ্যালয়ের গন্ডি পেরিয়েছে কিংবা পড়াশোনা সদ্য শেষ করছে সেরকম অনেক মহিলা এসে এই সেলাই শিক্ষা নিয়ে সাবলম্বী হচ্ছে।
advertisement
3/6
শুধু তাই নয় নাইটি, চুড়িদার, ব্লাউজ সহ বিভিন্ন পোশাক তৈরি এবং বিক্রি করে অনেক মহিলারা আজ প্রতিষ্ঠিত হচ্ছেন তাই এই শিক্ষার কথা শুনে বহু বেকার যুবতী এগিয়ে আসছে হাতে কলমে কাজ শেখার জন্য।
শুধু তাই নয় নাইটি, চুড়িদার, ব্লাউজ সহ বিভিন্ন পোশাক তৈরি এবং বিক্রি করে অনেক মহিলারা আজ প্রতিষ্ঠিত হচ্ছেন তাই এই শিক্ষার কথা শুনে বহু বেকার যুবতী এগিয়ে আসছে হাতে কলমে কাজ শেখার জন্য।
advertisement
4/6
তবে শিক্ষা ক্ষেত্রে বড় অসুবিধে সেলাই মেশিনের অভাব। বিদ্যালর সূত্রে খবর এই শিক্ষা এখন এতটাই জনপ্রিয় হয়েছে তাতে মহিলারা বেশি এগিয়ে আসছেন। যদিও এই শিক্ষা পুরুষ মহিলা উভয়েই নিতে পারেন। তবে সেলাই এর কাজ বলে এখানে মহিলারা বেশি আসছেন।
তবে শিক্ষা ক্ষেত্রে বড় অসুবিধে সেলাই মেশিনের অভাব। বিদ্যালর সূত্রে খবর এই শিক্ষা এখন এতটাই জনপ্রিয় হয়েছে তাতে মহিলারা বেশি এগিয়ে আসছেন। যদিও এই শিক্ষা পুরুষ মহিলা উভয়েই নিতে পারেন। তবে সেলাই এর কাজ বলে এখানে মহিলারা বেশি আসছেন।
advertisement
5/6
তবে ১৫ আগস্ট উপলক্ষে তারা প্রায় পাঁচ শতাধিক জাতীয় পতাকা তৈরি করে বিক্রি করে যথেষ্ট লাভ পেয়েছিলেন গত দু'বছর আগে, তারপর থেকে প্রতিবছর দেশ সম্পর্কিত পালনীয় দিনগুলি তে আলাদাভাবে প্রস্তুতি নেন।
তবে ১৫ আগস্ট উপলক্ষে তারা প্রায় পাঁচ শতাধিক জাতীয় পতাকা তৈরি করে বিক্রি করে যথেষ্ট লাভ পেয়েছিলেন গত দু'বছর আগে, তারপর থেকে প্রতিবছর দেশ সম্পর্কিত পালনীয় দিনগুলি তে আলাদাভাবে প্রস্তুতি নেন।
advertisement
6/6
তবে সম্প্রতি ১৮ আগস্ট এই তালিকার বাড়তি সংযোজন। ১৫ আগস্ট যেমন আড়ম্বরে পালিত হয় ইদানিং ১৮ আগস্ট তার থেকে কিছু কম যায় না। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ভারত অন্তর্ভুক্তির এই দিবস দ্বিতীয় স্বাধীনতা বলে মনে করা হয় যেখানে নদিয়া, কুচবিহার এবং মুর্শিদাবাদের একটা বড় অংশ ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকে।
তবে সম্প্রতি ১৮ আগস্ট এই তালিকার বাড়তি সংযোজন। ১৫ আগস্ট যেমন আড়ম্বরে পালিত হয় ইদানিং ১৮ আগস্ট তার থেকে কিছু কম যায় না। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ভারত অন্তর্ভুক্তির এই দিবস দ্বিতীয় স্বাধীনতা বলে মনে করা হয় যেখানে নদিয়া, কুচবিহার এবং মুর্শিদাবাদের একটা বড় অংশ ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকে।
advertisement
advertisement
advertisement