কালনার পুর প্রধান আনন্দ দত্ত বলেন, পুজোর তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ শহরের মণ্ডপগুলি ঘুরেছেন। শেষ দিনও মানুষের ঢল নামবে বলে আমাদের আশা। বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গে ফুল, বেলপাতা, প্রতিমার কাঠামো, পুজোর নানা সরঞ্জাম দ্রুত জল থেকে তুলে নিতে হবে। দূষন আটকাতেই এই ব্যবস্হা। এ ব্যাপারে তৎপর থাকবেন পুরসভার কর্মীরা।