Saraswati Puja: কালনায় সরস্বতী বিসর্জন ঘিরে তুমুল প্রস্তুতি, কড়া নিরাপত্তার মোড়কে হবে ভাসান

Last Updated:
Saraswati Puja: পুজোর তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ শহরের মণ্ডপগুলি ঘুরেছেন। শেষ দিনও মানুষের ঢল নামবে বলে আশা।
1/3
আজ কালনার সরস্বতী পুজোর বিসর্জন। শোভাযাত্রা করে প্রতিমার ভাসান হবে ভাগীরথীর ঘাটে। ভাসানের এই শোভাযাত্রা দেখতে বহু মানুষের সমাগম হবে। সেইবিসর্জন পর্ব শান্তিপূর্ণ রাখতে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতীকী ছবি
আজ কালনার সরস্বতী পুজোর বিসর্জন। শোভাযাত্রা করে প্রতিমার ভাসান হবে ভাগীরথীর ঘাটে। ভাসানের এই শোভাযাত্রা দেখতে বহু মানুষের সমাগম হবে। সেইবিসর্জন পর্ব শান্তিপূর্ণ রাখতে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতীকী ছবি
advertisement
2/3
কালনার  এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য জানান, বিসর্জনের ঘাটগুলি আগে থেকেই চিহ্নিত করা হয়েছে। বিসর্জন-পর্ব না মেটা পর্যন্ত ঘাটগুলিতে নজরদারি চালানো হবে। ঘাটগুলির নিরাপত্তা জোরদার করা হচ্ছে।নিরাপত্তার জন্য ৬০০ জন পুলিশ মোতায়েন রয়েছে শহরে।
কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য জানান, বিসর্জনের ঘাটগুলি আগে থেকেই চিহ্নিত করা হয়েছে। বিসর্জন-পর্ব না মেটা পর্যন্ত ঘাটগুলিতে নজরদারি চালানো হবে। ঘাটগুলির নিরাপত্তা জোরদার করা হচ্ছে।নিরাপত্তার জন্য ৬০০ জন পুলিশ মোতায়েন রয়েছে শহরে।
advertisement
3/3
কালনার পুর প্রধান আনন্দ দত্ত বলেন, পুজোর তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ শহরের মণ্ডপগুলি ঘুরেছেন। শেষ দিনও মানুষের ঢল নামবে বলে আমাদের আশা। বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গে ফুল, বেলপাতা, প্রতিমার কাঠামো, পুজোর নানা সরঞ্জাম দ্রুত জল থেকে তুলে নিতে হবে। দূষন আটকাতেই এই ব্যবস্হা। এ ব্যাপারে তৎপর থাকবেন পুরসভার কর্মীরা।
কালনার পুর প্রধান আনন্দ দত্ত বলেন, পুজোর তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ শহরের মণ্ডপগুলি ঘুরেছেন। শেষ দিনও মানুষের ঢল নামবে বলে আমাদের আশা। বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গে ফুল, বেলপাতা, প্রতিমার কাঠামো, পুজোর নানা সরঞ্জাম দ্রুত জল থেকে তুলে নিতে হবে। দূষন আটকাতেই এই ব্যবস্হা। এ ব্যাপারে তৎপর থাকবেন পুরসভার কর্মীরা।
advertisement
advertisement
advertisement