এটাই সুন্দরবনের শেষ গ্রাম, খাঁড়ির ওপারে ‘রয়্যাল বেঙ্গল’! ম্যানগ্রোভের জঙ্গল থেকে দু'দিন ঘুরে আসবেন নাকি?
- Published by:
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ভাগ্য সুপ্রসন্ন হলে নৌভ্রমণে চোখে পড়ে যেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারও। টাকি রোড হয়ে হাসনাবাদ, তারপর লেবুখালী রোড ধরে পৌঁছে যাবেন বসিরহাটের সামসেরনগরে।
উত্তর ২৪ পরগনা জেলার সামসেরনগরের কালিতলা অঞ্চলে খাঁড়ির এক পাশে বিস্তৃত সুন্দরবনের জঙ্গল, আর অন্য পাশে ঘন লোকালয়। খাঁড়ির ওপারে কেবল জাল পেতে তৈরি সীমারেখা। এই অঞ্চলেই সন্ধ্যা বা ভোরে মাঝে মাঝে দেখা মেলে হরিণের। আর ভাগ্য সুপ্রসন্ন হলে নৌভ্রমণে চোখে পড়ে যেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারও। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
দক্ষিণরায়ের দেখা না পেলেও মন খারাপ করার কারণ নেই। কারণ এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে সহজেই মুগ্ধ করে দেবে। অচেনা সুন্দরবনকে কাছে থেকে জানার সুযোগ পাবেন এই জায়গায় ঘুরতে এলে। নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবেন দুটো দিন। ম্যানগ্রোভের জঙ্গলের মাঝে কিভাবে সময় কেটে যাবে, বুঝতে পারবেন না। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement
মহানগর কলকাতা থেকে বাইক নিয়ে যাত্রা শুরু করে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চে পৌঁছে, সেখান থেকে টাকি রোড হয়ে হাসনাবাদ এবং তারপর লেবুখালী রোড ধরে পৌঁছে যাবেন বসিরহাট মহকুমার ফরেস্ট রেঞ্জ এলাকার সামসেরনগরে। ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরেই হাসনাবাদ পৌঁছে সেখান থেকে বোট বা লঞ্চে সামসেরনগর পৌঁছনো যায়। আবার বারাসাত থেকেও বাসে সরাসরি যাওয়া সম্ভব। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement