#বহরমপুর: আজ ১৪ই ফেব্রুয়ারি। মানে ভ্যালেন্টাইন্স ডে (valentie's Day 2022), ভালোবাসার দিন। বসন্তের ছোয়ায় একে অপরের ভালোবাসা বিনিময়ের দিন তো আজই। আর ভ্যালেন্টাইন্স ডে মানেই গোলাপ। বিশেষত লাল গোলাপ (Rose)৷ মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহরজুড়ে ভালোবাসার দিনে গোলাপ (Rose) ফুলের চাহিদা তুঙ্গে, দামও আকাশছোঁয়া।
এদিন প্রেমের মরশুম। কারণ আজ ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day) ৷ বসন্তের আগমনে আকাশে বাতাসে ভালোবাসার রঙে মেতে উঠেছে তরুন তরুনীরা। হয়ত কোথাও আড়ম্বরে, কোথাও বা নিভৃতে সাক্ষ্য বইছে এইদিন। একে অপরের ভালোবাসা বিনিময়ের দিন তো আজই। আর ভ্যালেন্টাইন্স ডে মানেই গোলাপের সম্ভার, লাল গোলাপ।
গোলাপের চাহিদা আছে, তবে দাম উর্ধ্বমুখী। রোজ ডেতে কম দাম ছিল। একদিন আগে বিক্রি হয়েছে ১৫টাকা যে গোলাপ। ভ্যালন্টাইন্স ডে-র দিন তাই একলাফে ২৫টাকা, বেঙ্গালুরু গোলাপ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০টাকা প্রতি পিস। ক্রেতারা জানান, আজকে অন্যান্য দিনের থেকে দাম তুলনামূলক ভাবে বেশি। তবে বিশেষ দিন বলে কথা, তাই দাম বেশি এদিন৷ Input- Koushik Adhikary