জলের তলায় গোটা গ্রাম, ভাসছে রাস্তা

Last Updated:
ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়ল মঙ্গলকোট ব্লকের উত্তর বেলগ্রামের প্রধান যাতায়াতের রাস্তা। শুক্রবার ভোর রাত থেকে টানা বৃষ্টির পর গ্রামে প্রবেশের ঢালাই রাস্তা একেবারে জলের তলায়
1/6
ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়ল মঙ্গলকোট ব্লকের উত্তর বেলগ্রামের প্রধান যাতায়াতের রাস্তা। শুক্রবার ভোর রাত থেকে টানা বৃষ্টির পর গ্রামে প্রবেশের ঢালাই রাস্তা একেবারে জলের তলায়। রাস্তায় জমে থাকা জল এক কোমর পর্যন্ত উঠে যায়, ফলে বিপাকে পড়ে সাধারণ মানুষ।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
2/6
গ্রামের প্রবেশদ্বারে থাকা কালভার্টও পুরোপুরি জলের তলায় চলে যায়। সকাল থেকে গ্রামবাসীদের রাস্তায় নামতে হয় ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে। ছোট-বড় সবাইকেই কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হয়েছে। স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দুই'ই দেখা দিয়েছে।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
3/6
সবচেয়ে ভোগান্তিতে পড়েছে পড়ুয়ারা। পার্শ্ববর্তী পিন্ডিরা হাইস্কুলে যাওয়া ছাত্রছাত্রীদেরও ওই জলমগ্ন রাস্তাই ব্যবহার করতে হচ্ছে। কোমরসমান জল ঠেলে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়া শিশুদের ছবি এলাকাজুড়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
4/6
স্থানীয় বাসিন্দা সূর্যনারায়ণ দত্ত অভিযোগের সুরে বলেন, গ্রামের মধ্যে যে ক্যানেল রয়েছে সেটার সংস্কার একান্ত প্রয়োজন। ক্যানেল ঠিকভাবে সংস্কার হলে জল জমার সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি গ্রামীণ রাস্তা উঁচু করা দরকার। জল জমে গেলে আমাদের যাতায়াত করতে রীতিমতো যুদ্ধ করতে হয়।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
5/6
অন্যদিকে, ভালুগ্রাম অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি প্রদীপ চট্টরাজ জানিয়েছেন, রাস্তার সমস্যার বিষয়টি আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব শিগগিরিই এর সমাধান হবে।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
6/6
যদিও গ্রামবাসীদের দাবি, প্রতিবার বর্ষা এলেই একই ছবি দেখা যায়। অস্থায়ী প্রতিশ্রুতিতে সমস্যার সমাধান হয় না। ক্যানেল সংস্কার ও রাস্তা উঁচু করার কাজ দ্রুত না হলে উত্তর বেলগ্রামের মানুষের যাতায়াত চরম দুর্ভোগের মধ্যে পড়বে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। [তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
advertisement
advertisement