জলের তলায় গোটা গ্রাম, ভাসছে রাস্তা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়ল মঙ্গলকোট ব্লকের উত্তর বেলগ্রামের প্রধান যাতায়াতের রাস্তা। শুক্রবার ভোর রাত থেকে টানা বৃষ্টির পর গ্রামে প্রবেশের ঢালাই রাস্তা একেবারে জলের তলায়
![ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়ল মঙ্গলকোট ব্লকের উত্তর বেলগ্রামের প্রধান যাতায়াতের রাস্তা। শুক্রবার ভোর রাত থেকে টানা বৃষ্টির পর গ্রামে প্রবেশের ঢালাই রাস্তা একেবারে জলের তলায়। রাস্তায় জমে থাকা জল এক কোমর পর্যন্ত উঠে যায়, ফলে বিপাকে পড়ে সাধারণ মানুষ।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী] ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়ল মঙ্গলকোট ব্লকের উত্তর বেলগ্রামের প্রধান যাতায়াতের রাস্তা। শুক্রবার ভোর রাত থেকে টানা বৃষ্টির পর গ্রামে প্রবেশের ঢালাই রাস্তা একেবারে জলের তলায়। রাস্তায় জমে থাকা জল এক কোমর পর্যন্ত উঠে যায়, ফলে বিপাকে পড়ে সাধারণ মানুষ।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5398856_img20250822wa0078_watermark_22082025_182908_2.jpg?impolicy=website&width=827&height=620)