RG Kar Protest: বিচারে দেরি নিয়ে বিলেতেও পোস্টার! বাঙালির হাত ধরে গ্লোবাল প্রোটেস্টে নজির

Last Updated:
RG Kar Protest: আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে ফুটছে গোটা বাংলা। প্রতিবাদের সেই ঢেউ দেশের গণ্ডি ছাড়িয়ে আছড়ে পড়েছে পৃথিবীর অন্যান্য দেশেও
1/6
বিলেতকে প্রতিবাদের নতুন ভাষা শেখাল বাঙালি। তা ছড়িয়ে পড়ল ইউরোপের দেশে দেশে
বিলেতকে প্রতিবাদের নতুন ভাষা শেখাল বাঙালি। তা ছড়িয়ে পড়ল ইউরোপের দেশে দেশে
advertisement
2/6
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আর‌ও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকগ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিশ্বের অন্যান্য দেশের মানুষও।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আর‌ও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকগ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিশ্বের অন্যান্য দেশের মানুষও।
advertisement
3/6
সুইডেনের স্টকহোম, কানাডার মন্ট্রিল বা ব্রিটেনের পিটারবরো, সর্বত্রই গ্লোবাল প্রটেস্টে সামিল হন সেখানে বসবাসরত বাঙালিরা।
সুইডেনের স্টকহোম, কানাডার মন্ট্রিল বা ব্রিটেনের পিটারবরো, সর্বত্রই গ্লোবাল প্রটেস্টে সামিল হন সেখানে বসবাসরত বাঙালিরা।
advertisement
4/6
শুধু বাঙালিরা নয়, সুইডেন, কানাডা, ব্রিটেনের বহু স্থানীয় বাসিন্দাও আরজি কর কাণ্ডে 'জাস্টিস' চেয়ে প্রতিবাদে যোগ দেন।
শুধু বাঙালিরা নয়, সুইডেন, কানাডা, ব্রিটেনের বহু স্থানীয় বাসিন্দাও আরজি কর কাণ্ডে 'জাস্টিস' চেয়ে প্রতিবাদে যোগ দেন।
advertisement
5/6
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে নিয়ে এসেছিলেন বহু অনাবাসী বাঙালি। সকলের একটাই দাবি, দ্রুত বিচার চাই।
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে নিয়ে এসেছিলেন বহু অনাবাসী বাঙালি। সকলের একটাই দাবি, দ্রুত বিচার চাই।
advertisement
6/6
বিলেতের পিটারবরোতে এক কিশোর প্ল্যাকার্ডে ইংরেজিতে লিখে এনেছিল, "ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে বিচার থেকে বঞ্চিত হওয়া"!
বিলেতের পিটারবরোতে এক কিশোর প্ল্যাকার্ডে ইংরেজিতে লিখে এনেছিল, "ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে বিচার থেকে বঞ্চিত হওয়া"!
advertisement
advertisement
advertisement