Rathayatra : নখের উপর জগন্নাথ, সুভদ্রা, বলরাম, অভিনব নেল-আর্টে তাক লাগালেন বালুরঘাটের সুইটি

Last Updated:
Rathayatra : পাঁচটি নখের উপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা-সহ মন্দিরের চূড়ার প্রতিকৃতি তৈরি করেছেন সুইটি
1/6
হাতের নখের উপর জগন্নাথ,বলরাম, সুভদ্রার মুখাবয়ব তৈরি করে তাক লাগালেন বালুরঘাটের বাসিন্দা সুইটি সাহা। বর্তমানে তিনি নেইলআর্ট করেন, ছোটবেলা থেকেই নতুনত্ব কাজের প্রতি ঝোঁক। সুস্মিতা গোস্বামী
হাতের নখের উপর জগন্নাথ,বলরাম, সুভদ্রার মুখাবয়ব তৈরি করে তাক লাগালেন বালুরঘাটের বাসিন্দা সুইটি সাহা। বর্তমানে তিনি নেইলআর্ট করেন, ছোটবেলা থেকেই নতুনত্ব কাজের প্রতি ঝোঁক।
advertisement
2/6
সুইটি সাহার কথায়,
সুইটি সাহার কথায়, " আজকের প্রজনম্র মধ্যে নেল-আর্টের জনপ্রিয়তা তুঙ্গে। অভিনব কিছু করার ইচ্ছে থাকে সবসময়। সে'জন্যই এবার রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবকে নতুনভাবে ফুটিয়ে তুলেছি।"
সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
প্রথমে নখ ফাইল করে, বেস তৈরি করে শুকিয়ে, তারপর কালো রং দিয়ে জগন্নাথ, হলুদ রং দিয়ে সুভদ্রা এবং সাদা রং দিয়ে বলরাম এঁকে রকমারি রং দিয়ে মুখের অবয়ব পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন সুইটি। সুস্মিতা গোস্বামী
থমে নখ ফাইল করে, বেস তৈরি করে শুকিয়ে, তারপর কালো রং দিয়ে জগন্নাথ, হলুদ রং দিয়ে সুভদ্রা এবং সাদা রং দিয়ে বলরাম এঁকে রকমারি রং দিয়ে মুখের অবয়ব পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন সুইটি। সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
শৈশব থেকেই অন্য কিছু তৈরির উপর ঝোঁক সুইটির। এর আগেও রকমারি সরঞ্জামের ওপর বিভিন্ন দেব-দেবীর মুখমণ্ডল এঁকেছেন।
শৈশব থেকেই অন্য কিছু তৈরির উপর ঝোঁক সুইটির। এর আগেও রকমারি সরঞ্জামের ওপর বিভিন্ন দেব-দেবীর মুখমণ্ডল এঁকেছেন।
advertisement
5/6
তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা কীর্তি। মোট পাঁচটি নখের উপর তিনি জগন্নাথ, বলরাম, সুভদ্রা-সহ মন্দিরের চূড়ার প্রতিকৃতি তৈরি করেছেন।
তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা কীর্তি। মোট পাঁচটি নখের উপর তিনি জগন্নাথ, বলরাম, সুভদ্রা-সহ মন্দিরের চূড়ার প্রতিকৃতি তৈরি করেছেন।
advertisement
6/6
রথযাত্রা উপলক্ষ্যে এমনই অভিনবভাবে তিন আরাধ্য দেবতার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন বালুরঘাটের সুইটি সাহা। হাতের নখের ওপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি দেখতে অনেকেই ভিড় করছেন সুইটির বাড়িতে। সুস্মিতা গোস্বামী
ররথযাত্রা উপলক্ষ্যে এমনই অভিনবভাবে তিন আরাধ্য দেবতার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন বালুরঘাটের সুইটি সাহা। হাতের নখের ওপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি দেখতে অনেকেই ভিড় করছেন সুইটির বাড়িতে। সুস্মিতা গোস্বামী
advertisement
advertisement
advertisement