Fish: পুজোর আগে 'লটারি'! জালে একসঙ্গে ৫০টি নড়ে ভোলা, কত কেজি ওজন? রাতারাতি 'কোটিপতি' মৎস্যজীবীরা!

Last Updated:
Rare Big Fish: রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়ল ৫০টি নড়েভোলা মাছ। যার দাম লক্ষাধিক টাকা। এই ঘটনায় খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে।
1/5
রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়ল ৫০টি নড়েভোলা মাছ।যার দাম লক্ষাধিক টাকা। এই ঘটনায় খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে। মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আড়তে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়ল ৫০টি নড়েভোলা মাছ। যার দাম লক্ষাধিক টাকা। এই ঘটনায় খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে। মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আড়তে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
এই নড়েভোলা মাছগুলি ধরা পরে 'প্রিয়াঙ্কা' নামের একটি মৎস্যজীবী ট্রলারে। জালে এই মাছ আরও অনেক পড়েছিল। কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায়। শেষ পর্যন্ত এই মাছগুলি নিয়ে আসা হয়।
এই নড়েভোলা মাছগুলি ধরা পরে 'প্রিয়াঙ্কা' নামের একটি মৎস্যজীবী ট্রলারে। জালে এই মাছ আরও অনেক পড়েছিল। কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায়। শেষ পর্যন্ত এই মাছগুলি নিয়ে আসা হয়।
advertisement
3/5
মাছগুলি রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মৎস্য আড়তে মাছগুলি নিয়ে আসা হয়। প্রায় সাড়ে চার লক্ষ টাকায় সেগুলি বিক্রি করা হয়েছে।
মাছগুলি রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মৎস্য আড়তে মাছগুলি নিয়ে আসা হয়। প্রায় সাড়ে চার লক্ষ টাকায় সেগুলি বিক্রি করা হয়েছে।
advertisement
4/5
এ নিয়ে আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন, 'একেকটি মাছ দশ থেকে বারো কেজি ওজনের। প্রায় ৯০০ টাকা কেজি দরে মাছগুলি বিক্রি করা হয়েছে।' একবারেই এত বিপুল পরিমাণে লাভ হবে তার ভাবতে পারেননি কেউই।
এ নিয়ে আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন, 'একেকটি মাছ দশ থেকে বারো কেজি ওজনের। প্রায় ৯০০ টাকা কেজি দরে মাছগুলি বিক্রি করা হয়েছে।' একবারেই এত বিপুল পরিমাণে লাভ হবে তার ভাবতে পারেননি কেউই।
advertisement
5/5
রায়দিঘি ঘাটে মাছ নামাতেই প্রচুর মানুষজন এই মাছ দেখতে আসেন। মাছগুলির ওজন ছিল দেখার মত। এক একটি মাছের ওজন ছিল প্রায় ১০ থেকে ১২ কেজি। ট্রলার রায়দিঘি ঘাটে ফেরার কিছুক্ষণের মধ্যে মাছ খালি করে আবার সমুদ্রে পাড়ি দেয়। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
রায়দিঘি ঘাটে মাছ নামাতেই প্রচুর মানুষজন এই মাছ দেখতে আসেন। মাছগুলির ওজন ছিল দেখার মত। এক একটি মাছের ওজন ছিল প্রায় ১০ থেকে ১২ কেজি। ট্রলার রায়দিঘি ঘাটে ফেরার কিছুক্ষণের মধ্যে মাছ খালি করে আবার সমুদ্রে পাড়ি দেয়। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement