Raksha Bandhan 2024: বিষ্ণুর দশাবতার রাখি এবারের ট্রেন্ড বাঁকুড়ায়

Last Updated:
Raksha Bandhan 2024: বিভিন্ন ব্যবহার অযোগ্য জিনিস দিয়ে বাঁকুড়ায় তৈরি হয়েছে নানান ধরনের রাখি। তার মধ্যে অন্যতম হল বিষ্ণুর দশাবতার রাখি
1/6
রাখির দিনে বাঁকুড়ার কয়েকটি বিশেষ ধরনের রাখি যা ধরে রাখছে রাখি পূর্ণিমার ট্রেন্ড। তৈরি হয়েছে বাঁকুড়া শহর থেকে শুরু করে শুশুনিয়া এবং বিষ্ণুপুর পর্যন্ত।
রাখির দিনে বাঁকুড়ার কয়েকটি বিশেষ ধরনের রাখি যা ধরে রাখছে রাখি পূর্ণিমার ট্রেন্ড। তৈরি হয়েছে বাঁকুড়া শহর থেকে শুরু করে শুশুনিয়া এবং বিষ্ণুপুর পর্যন্ত।
advertisement
2/6
প্রথমেই আসা যাক শুশুনিয়াতে তৈরি রাখিতে। শুশুনিয়া গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা একদম নিজেদের হাতে তৈরি করেছে বেশ কয়েকটা রাখি। এই রাখি দিয়েই তারা পালন করবে রাখি পূর্ণিমা।
প্রথমেই আসা যাক শুশুনিয়াতে তৈরি রাখিতে। শুশুনিয়া গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা একদম নিজেদের হাতে তৈরি করেছে বেশ কয়েকটা রাখি। এই রাখি দিয়েই তারা পালন করবে রাখি পূর্ণিমা।
advertisement
3/6
বাচ্চারা রাখিগুলি তৈরি করেছে কপালের টিপ, কাগজ, অভ্র, সুতোর মতো সহজলভ্য এবং পকেট ফ্রেন্ডলি আইটেম দিয়ে।
বাচ্চারা রাখিগুলি তৈরি করেছে কপালের টিপ, কাগজ, অভ্র, সুতোর মতো সহজলভ্য এবং পকেট ফ্রেন্ডলি আইটেম দিয়ে।
advertisement
4/6
শুশুনিয়া থেকে এবার আসা যাক বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে এই বছর চর্চায় দশাবতার রাখি। এই রাখি বহন করছে বিষ্ণুপুরের ঐতিহ্য।
শুশুনিয়া থেকে এবার আসা যাক বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে এই বছর চর্চায় দশাবতার রাখি। এই রাখি বহন করছে বিষ্ণুপুরের ঐতিহ্য।
advertisement
5/6
সুতির কাপড়কে তেঁতুল বীজের আঠা এবং খড়ি মাটি দিয়ে ভাল করে মিশিয়ে এবং শুকিয়ে চাকতির মত কাটা হয়। এবার সেই চাকতিতে সুন্দর করে রং করে ফুটিয়ে তোলা হয় বিষ্ণুর দশ অবতারকে। এক একটি রাখিতে ফুটে উঠেছে এক একটি অবতার।
সুতির কাপড়কে তেঁতুল বীজের আঠা এবং খড়ি মাটি দিয়ে ভাল করে মিশিয়ে এবং শুকিয়ে চাকতির মত কাটা হয়। এবার সেই চাকতিতে সুন্দর করে রং করে ফুটিয়ে তোলা হয় বিষ্ণুর দশ অবতারকে। এক একটি রাখিতে ফুটে উঠেছে এক একটি অবতার।
advertisement
6/6
বাঁকুড়া শহরে তৈরি হয়েছে সমাজ সচেতনতার বার্তা দিয়ে রাখি। এই রাখিগুলি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ব্যবহার অযোগ্য জিনিসপত্র দিয়ে। প্রত্যেকটি রাখিতে লেখা রয়েছে একটি করে বার্তা। এই রাখি ঘুরছে মানুষের হাতে হাতে।
বাঁকুড়া শহরে তৈরি হয়েছে সমাজ সচেতনতার বার্তা দিয়ে রাখি। এই রাখিগুলি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ব্যবহার অযোগ্য জিনিসপত্র দিয়ে। প্রত্যেকটি রাখিতে লেখা রয়েছে একটি করে বার্তা। এই রাখি ঘুরছে মানুষের হাতে হাতে।
advertisement
advertisement
advertisement