West Bengal Weather Update || আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে তুমুল বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update || আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে তুমুল বৃষ্টি৷ যার জেরে ভিজবে পূর্ব বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলার কিছু অংশ৷
advertisement
advertisement
আইএমডি এখনও কিছু জানায়নি কিন্তু হঠাৎই এক সুপার সাইক্লোনের আশঙ্কায় প্রহর গুনছে বাংলা৷ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সাইক্লোন আর যে কোনও সাইক্লোন নয়, এটা হতে পারে নাকি সুপার সাইক্লোন৷ একাধিক বাংলাদেশী সংবাদমাধ্যমে এই সাইক্লোনের অস্তিত্ব নিয়ে আশঙ্কা শুরু হয়েছে৷ এই সাইক্লোন তৈরি যদি আদৌ হয় তাহলে নিয়মের তালিকায় যে নাম রয়েছে তা অনুযায়ী নাম হবে সিত্রাং৷
advertisement
advertisement