South Bengal: স্কেটিং করে দক্ষিণেশ্বর থেকে দিঘা! চার যুবক অবাক করে দিলেন সবাইকে

Last Updated:
চার জন স্কেটিং করে দক্ষিণেশ্বর থেকে পৌঁছলেন দিঘা! প্রায় ২০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গড়লেন নজির।
1/6
এই বয়সে রাহুল গান্ধী সহ চার জন এভাবেই স্কেটিং করে দক্ষিণেশ্বর থেকে পৌঁছলেন দীঘা! প্রায় ২০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গড়লেন নজির
চার জন স্কেটিং করে দক্ষিণেশ্বর থেকে পৌঁছলেন দিঘা! প্রায় ২০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গড়লেন নজির।
advertisement
2/6
দক্ষিণেশ্বর থেকে দীঘা প্রায় ২০০ কিমি পথ স্কেটিং করে পাড়ি দিয়ে অবশেষে সুস্থ শরীরেই ফিরলেন বাড়ি। জানা যায়, ১৪ মে যাত্রা শুরু করে পরেরদিন, পৌঁছয় ওল্ড দীঘায়
দক্ষিণেশ্বর থেকে দিঘা প্রায় ২০০ কিমি পথ। স্কেটিং করে পাড়ি দিয়ে অবশেষে সুস্থ শরীরেই ফিরলেন তাঁরা বাড়ি। জানা যায়, ১৪ মে যাত্রা শুরু করে পরেরদিন পৌঁছন ওল্ড দিঘায়।
advertisement
3/6
গোটা যাত্রায় প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা স্কেটিং করেছেন সকলে। নদীয়ার চার যুবক অনির্বাণ বিশ্বাস বয়স ১৭, রাহুল গান্ধী (১৮), রাহুল বিশ্বাস (২২) এবং পিন্টু রায় (৩২) সকলেই মনস্থির করেন পায়ের তলায় জুতোতে লাগানো চাকা ব্যবহার করেই, দীঘা ভ্রমণের
গোটা যাত্রায় প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা স্কেটিং করেছেন সকলে। নদীয়ার চার যুবক অনির্বাণ বিশ্বাস বয়স ১৭, রাহুল গান্ধী (১৮), রাহুল বিশ্বাস (২২) এবং পিন্টু রায় (৩২)-সহ সকলেই মনস্থির করেন, পায়ের তলায় জুতোতে লাগানো চাকা ব্যবহার করেই দিঘা ভ্রমণ করবেন।
advertisement
4/6
তবে নদীয়া থেকে রাস্তা বাজে থাকায় যাত্রা শুরুর গন্তব্যস্থল ঠিক করেন দক্ষিণেশ্বর। সেখান থেকেই স্কেটিং করে ব্যস্ততম রাস্তা দিয়েই এগিয়ে চলেন তারা। অনির্বাণ বিশ্বাস জানান তারা স্কেটিং করতে ভালোবাসেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা, জল বাঁচানো, গাছ লাগানো এই ধরনের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তরুণ প্রজন্মের এই যুবকদের বিশেষ ভাবনা
নদীয়া থেকে রাস্তা খারাপ থাকায় যাত্রা শুরুর গন্তব্যস্থল ঠিক করেন দক্ষিণেশ্বর। সেখান থেকেই স্কেটিং করে ব্যস্ততম রাস্তা দিয়েই এগিয়ে চলেন তাঁরা। অনির্বাণ বিশ্বাস জানান, তাঁরা স্কেটিং করতে ভালবাসেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা, জল বাঁচানো, গাছ লাগানো, এই ধরনের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তরুণ প্রজন্মের এই যুবকদের বিশেষ ভাবনা।
advertisement
5/6
অনেক স্কেটার ইচ্ছে থাকলেও যেতে পারছেন না, হারিয়ে যাচ্ছে পরিস্থিতির চাপে পড়ে। এই ধরনের স্কেটারদের অনুপ্রেরণা যোগাতেই চার যুবকের সাহসী পদক্ষেপ
অনেক স্কেটার ইচ্ছে থাকলেও যেতে পারছেন না পরিস্থিতির চাপে পড়ে। এই ধরনের স্কেটারদের অনুপ্রেরণা যোগাতেই চার যুবকের সাহসী পদক্ষেপ।
advertisement
6/6
মাথায় হেলমেট এবং শরীরে সেফটি গিয়ার্ লাগিয়ে প্রায় ২০০ কিলোমিটার অতিক্রম করেন তারা। তাদের এই যাত্রায় তারা বহু মানুষের সমর্থন এবং সাহায্যও পেয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়
মাথায় হেলমেট এবং শরীরে সেফটি গিয়ার লাগিয়ে প্রায় ২০০ কিমি রাস্তা অতিক্রম করেন তাঁরা। তাঁদের এই যাত্রায় বহু মানুষের সমর্থন এবং সাহায্যও পান। পশ্চিমবঙ্গ পুলিশও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
advertisement
advertisement
advertisement