Indian Railways: গরমের ছুটি শেষ হতে না হতেই পুজোর ছুটির প্ল্যানিং শুরু, রেলের বিশেষ ব্যবস্থা যাত্রীদের জন্য
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
পুজোর ছুটিতে যাত্রীদের ভ্রমণের দিক গুরুত্ব রেখে পূর্ব রেলের বিশেষ উদ্যোগ! শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে রবিবার সকালের শিফটে খোলা থাকবে রেল রিজার্ভেশন অফিস
advertisement
advertisement
বাঙালির এই ভ্রমণ আগ্রহ আরও বৃদ্ধি করতে অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডে টিকিট কাটার জন্য পূর্বরেল বহু সুবিধা নিয়ে এসেছে। আসন্ন পুজোর সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড়ের কারণে, ১৬.০৬.২০২৪ থেকে ১৪.০৭.২০২৪ পর্যন্ত, শিয়ালদহ ও হাওড়া বিভাগের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) রবিবার অর্থাৎ ১৬.০৬.২০২৪, ২৩.০৬.২০২৪, ৩০.০৬.২০২৪, ০৭.০৭.২০২৪ ও ১৪.০৭.২০২৪ তারিখে সকালের শিফটে খোলা থাকবে।
advertisement
advertisement
শিয়ালদহ ডিভিশনের ৪৫টি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে। সেগুলি নিম্নরূপ :শিয়ালদহ , কলকাতা, বিধাননগর রোড , দমদম জংশন , দমদম ক্যান্টনমেন্ট , দক্ষিনেশ্বর, বেলঘরিয়া, সোদপুর , টিটাগড় , বারাকপুর , শ্যামনগর, কাঁকিনাড়া , নৈহাটী, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট , মাজদিয়া, বগুলা , শান্তিপুর, কৃষ্ণনগর সিটি , বেথুয়াডহরী, দেবগ্রাম , পলাশী, বেলডাঙ্গা , বহরমপুর কোর্ট , মুর্শিদাবাদ , লালগোলা , লক্ষীকান্তপুর , বারুইপুর , ডায়মন্ড হারবার, বিরাটি , মধ্যমগ্রাম, বারাসাত, হাবরা , ঠাকুরনগর , বনগাঁও , বসিরহাট , হাসনাবাদ, যাদবপুর , বালিগঞ্জ , টালিগঞ্জ , সোনারপুর, বজ বজ , মাঝেরহাট এবং ক্যানিং স্টেশন।







