Panagarh Accident Case: গাড়ি চালকের বয়ানেই সন্দেহ? পানাগড় কাণ্ডে ফের বিস্ফোরক অভিযোগ সুতন্দ্রার মায়ের! ছুটলেন থানায়! এবার যা বললেন, শুনে চমকে যাবেন

Last Updated:
Panagarh Accident Case: প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে একদল মত্ত যুবকের গাড়ির তাড়া খেয়েই নাকি উলটে গিয়েছিল নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়দের গাড়ি!
1/7
রানা কর্মকার, হুগলি: পানাগড়ে গাড়ি উলটে তরুণীর মৃত্যুর ঘটনায় যখন ক্রমেই আরও জোরালো হচ্ছিল পুলিশের তত্ত্ব, তখন ফের মেয়ের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা।
রানা কর্মকার, হুগলি: পানাগড়ে গাড়ি উলটে তরুণীর মৃত্যুর ঘটনায় যখন ক্রমেই আরও জোরালো হচ্ছিল পুলিশের তত্ত্ব, তখন ফের মেয়ের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা।
advertisement
2/7
প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে একদল মত্ত যুবকের গাড়ির তাড়া খেয়েই নাকি উলটে গিয়েছিল নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়দের গাড়ি! কিন্তু সুতন্দ্রাদের সেই দুর্ঘটনাগ্রস্ত নীল গাড়ির চালক রাজদেও শর্মা পরে দাবি করেন, তিনি সাদা গাড়িকে তাড়া করেছিলেন 'ম্য়াডামের নির্দেশে'! এবং তাঁদের গাড়ি উলটে গিয়েছিল কারণ, সেই সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার।
প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে একদল মত্ত যুবকের গাড়ির তাড়া খেয়েই নাকি উলটে গিয়েছিল নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়দের গাড়ি! কিন্তু সুতন্দ্রাদের সেই দুর্ঘটনাগ্রস্ত নীল গাড়ির চালক রাজদেও শর্মা পরে দাবি করেন, তিনি সাদা গাড়িকে তাড়া করেছিলেন 'ম্য়াডামের নির্দেশে'! এবং তাঁদের গাড়ি উলটে গিয়েছিল কারণ, সেই সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার।
advertisement
3/7
কিন্তু শনিবার ফের সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় দাবি করলেন, ইভটিজিংই হয়েছিল তাঁর মেয়ে সুতন্দ্রার সঙ্গে। আর তার জেরেই গাড়ি দুর্ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নতুন করে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন সুতন্দ্রার মা।
কিন্তু শনিবার ফের সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় দাবি করলেন, ইভটিজিংই হয়েছিল তাঁর মেয়ে সুতন্দ্রার সঙ্গে। আর তার জেরেই গাড়ি দুর্ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নতুন করে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন সুতন্দ্রার মা।
advertisement
4/7
ঘটনার দিন সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা দাবী করেছিলেন, ইভটিজিং হয়েছিল। তাদের গাড়িতে ধাক্কা মেরে তাদের গাড়িকে ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে সার্ভিস রোডে গিয়ে দুর্ঘটনায় পরে গাড়িটি।
ঘটনার দিন সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা দাবী করেছিলেন, ইভটিজিং হয়েছিল। তাদের গাড়িতে ধাক্কা মেরে তাদের গাড়িকে ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে সার্ভিস রোডে গিয়ে দুর্ঘটনায় পরে গাড়িটি।
advertisement
5/7
কিন্তু গত শুক্রবার সুতন্দ্রার গাড়ির চালক বলেন, ইভটিজিংয়ের কোনও ঘটনা চোখে পড়েনি তাঁর। সুতন্দ্রা বলেছিলেন জোরে চালিয়ে সাদা গাড়িটিকে ধাওয়া করতে।
কিন্তু গত শুক্রবার সুতন্দ্রার গাড়ির চালক বলেন, ইভটিজিংয়ের কোনও ঘটনা চোখে পড়েনি তাঁর। সুতন্দ্রা বলেছিলেন জোরে চালিয়ে সাদা গাড়িটিকে ধাওয়া করতে।
advertisement
6/7
সেই গাড়ির চালক বয়ান পরিবর্তন করায় মায়ের সন্দেহ দানা বাঁধায় শনিবার চন্দননগর থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন তনুশ্রী চট্টোপাধ্যায়।
সেই গাড়ির চালক বয়ান পরিবর্তন করায় মায়ের সন্দেহ দানা বাঁধায় শনিবার চন্দননগর থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন তনুশ্রী চট্টোপাধ্যায়।
advertisement
7/7
সেই অভিযোগে তিনি লেখেন, ইভটিজিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই মেয়ের মৃত্যুর ঘটনার কারণ। নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোয় দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মায়ের অভিযোগ, তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী দুটি গাড়িতে যারা ছিল, তারা সবাই। তদন্তের স্বার্থে সকলকেই পুলিশি জিজ্ঞাসাবাদের দাবি করেছেন তিনি।
সেই অভিযোগে তিনি লেখেন, ইভটিজিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই মেয়ের মৃত্যুর ঘটনার কারণ। নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোয় দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মায়ের অভিযোগ, তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী দুটি গাড়িতে যারা ছিল, তারা সবাই। তদন্তের স্বার্থে সকলকেই পুলিশি জিজ্ঞাসাবাদের দাবি করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement