Durga Puja 2025 : শিল্পীর হাতের জাদু, মাত্র দুই সেন্টিমিটারের দুর্গা! যা দিয়ে তৈরি হয়েছে, না দেখলে বিশ্বাসই হবে না

Last Updated:
আখের ছিবড়ে দিয়েই মাত্র দু’সেন্টিমিটারের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন জেলার শিল্পী দেবপ্রসাদ মালাকার।
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: আখের ছিবড়ে দিয়েই দু’সেন্টিমিটারের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন পলতার শান্তিনগরের বাসিন্দা দেবপ্রসাদ মালাকার
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: আখের ছিবড়ে দিয়েই দু’সেন্টিমিটারের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন পলতার শান্তিনগরের বাসিন্দা দেবপ্রসাদ মালাকার।
advertisement
2/6
দীর্ঘদিন ধরেই মিনিয়েচার আর্ট নিয়ে গবেষণা করছেন ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইন আর্টসের এই ছাত্র দেবপ্রসাদ
দীর্ঘদিন ধরেই মিনিয়েচার আর্ট নিয়ে গবেষণা করছেন ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইন আর্টসের এই ছাত্র দেবপ্রসাদ।
advertisement
3/6
প্রতি বছর দুর্গাপুজোয় অভিনব ক্ষুদ্র প্রতিমা বানিয়ে তাক লাগান তিনি। এর আগে ধানের খোসার মধ্যে দুর্গা বানিয়ে নজর কাড়েন
প্রতি বছর দুর্গাপুজোয় অভিনব ক্ষুদ্র প্রতিমা বানিয়ে তাক লাগান তিনি। এর আগে ধানের খোসার মধ্যে দুর্গা বানিয়ে নজর কাড়েন।
advertisement
4/6
এবছর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আখের ছিবড়ে। সেই ছিবড়ে দিয়েই তৈরি করেছেন মাত্র দু’সেন্টিমিটারের দুর্গা প্রতিমা
এবছর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আখের ছিবড়ে। সেই ছিবড়ে দিয়েই তৈরি করেছেন মাত্র দু’সেন্টিমিটারের দুর্গা প্রতিমা।
advertisement
5/6
দেবপ্রসাদবাবুর কথায়, আখের রস বের করে তার ছিবড়ে দিয়ে দুর্গা তৈরি করছি। করতে ছ’দিন সময় লেগেছে। যাঁরা দেখেছেন সকলেই খুশি হচ্ছেন
দেবপ্রসাদবাবুর কথায়, আখের রস বের করে তার ছিবড়ে দিয়ে দুর্গা তৈরি করছি। করতে ছ’দিন সময় লেগেছে। যাঁরা দেখেছেন সকলেই খুশি হচ্ছেন।
advertisement
6/6
২০০০ সাল থেকে মিনিয়েচার আর্টে হাতেখড়ি তাঁর। কচুরিপানার আঁশ, টুথপিক, দেশলাই কাঠি, চালের দানার উপরও অসংখ্য ক্ষুদ্র প্রতিমা ও মূর্তি তৈরি করেছেন এই শিল্পী। আঁকার স্কুল চালান দেবপ্রসাদ। ভবিষ্যতে তার এই শিল্প সৃষ্টি নিয়ে একটি মিউজিয়াম করারও স্বপ্ন রয়েছে বলেও জানান প্রতিভাবান এই শিল্পী
২০০০ সাল থেকে মিনিয়েচার আর্টে হাতেখড়ি তাঁর। কচুরিপানার আঁশ, টুথপিক, দেশলাই কাঠি, চালের দানার উপরও অসংখ্য ক্ষুদ্র প্রতিমা ও মূর্তি তৈরি করেছেন এই শিল্পী। আঁকার স্কুল চালান দেবপ্রসাদ। ভবিষ্যতে তার এই শিল্প সৃষ্টি নিয়ে একটি মিউজিয়াম করারও স্বপ্ন রয়েছে বলেও জানান প্রতিভাবান এই শিল্পী।
advertisement
advertisement
advertisement