Padma Ilish: পুজোর আগেই ইলিশ প্রেমীদের মুখে হাসি! পদ্মার ইলিশে বাজার ছয়লাপ, দাম সাধ্যের মধ্যে

Last Updated:
Ilish: পুজোর মুখে দক্ষিণবঙ্গ এবং মুর্শিদাবাদে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় বাজারে আসছে বড় আকারের পদ্মার ইলিশ। দাম সাধ্যের মধ্যে থাকায় খুশি ইলিশপ্রেমীরা। জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভের মুখ দেখছেন।
1/5
পুজোর মুখেই নতুন করে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ সহ মুর্শিদাবাদ জেলার জায়গাতে। পুজোর সময় চাইলেই মিলবে ইলিশ। ইলিশ প্রেমী বাঙালিদের জন্য সুখবর। মুর্শিদাবাদের বাজারে মিলছে পদ্মা নদীর বড় সাইজের পদ্মার রুপোলি শস্য। আশার এল দেখছেন মৎস্যজীবীরা। (ছবি ও তথ্য: তন্ময় মন্ডল)।
পুজোর মুখেই নতুন করে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ সহ মুর্শিদাবাদ জেলার জায়গাতে। পুজোর সময় চাইলেই মিলবে ইলিশ। ইলিশ প্রেমী বাঙালিদের জন্য সুখবর। মুর্শিদাবাদের বাজারে মিলছে পদ্মা নদীর বড় সাইজের পদ্মার রুপোলি শস্য। আশার এল দেখছেন মৎস্যজীবীরা। (ছবি ও তথ্য: তন্ময় মন্ডল)
advertisement
2/5
এক থেকে দেড় কেজি ইলিশ উঠতে শুরু করেছে মৎস্যজীবীদের জালে। মরশুমের শুরুতে পদ্মার খাঁটি ইলিশের রমরমা মুর্শিদাবাদের মাছ বাজারে। সংখ্যা কম হলেও ভাল সাইজের ইলিশ পাচ্ছেন মৎস্যজীবীরা।
এক থেকে দেড় কেজি ইলিশ উঠতে শুরু করেছে মৎস্যজীবীদের জালে। মরশুমের শুরুতে পদ্মার খাঁটি ইলিশের রমরমা মুর্শিদাবাদের মাছ বাজারে। সংখ্যা কম হলেও ভাল সাইজের ইলিশ পাচ্ছেন মৎস্যজীবীরা।
advertisement
3/5
একটি করে ওজন এক থেকে দেড় কেজি। যা বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি ধরে পাইকারি দাম রয়েছে ইলিশের। আর যে কারণে লাভের মুখ দেখতে শুরু করেছেন মৎস্য ব্যবসায়ীরা। যা বিক্রি হচ্ছে পুরো থালায় করে।
একটি করে ওজন এক থেকে দেড় কেজি। যা বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি ধরে পাইকারি দাম রয়েছে ইলিশের। আর যে কারণে লাভের মুখ দেখতে শুরু করেছেন মৎস্য ব্যবসায়ীরা। যা বিক্রি হচ্ছে পুরো থালায় করে।
advertisement
4/5
পাইকারি বাজারে পদ্মার ইলিশের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা। খোলা বাজারে সেই ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি। পদ্মার ইলিশের দাম মধ্যবিত্তের মধ্যে থাকায় অনেকটাই স্বস্তিতে এখন ইলিশ প্রেমীরা।
পাইকারি বাজারে পদ্মার ইলিশের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা। খোলা বাজারে সেই ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি। পদ্মার ইলিশের দাম মধ্যবিত্তের মধ্যে থাকায় অনেকটাই স্বস্তিতে এখন ইলিশ প্রেমীরা।
advertisement
5/5
লালগোলার মীন বাজারের পাশাপাশি জলঙ্গির খোলা বাজার, বহরমপুর বাজার, স্বর্ণময়ী বাজার থেকে নতুন বাজার এবং রাতের কোর্ট মার্কেট, সর্বত্রই ইলিশের দেখা মিলছে। স্থানীয় এক মাছ ব্যবসায়ী জানান, ডায়মন্ড হারবার থেকে গঙ্গার ইলিশ দামে একটু কম হতে পারে। তবে পদ্মার ইলিশের চাহিদা নেহাত কম নয়। তাঁর কথায়, অন্যান্য বছরের থেকে পদ্মার ইলিশের দাম এবার কিছুটা কম আছে। (ছবি ও তথ্য: তন্ময় মন্ডল)
লালগোলার মীন বাজারের পাশাপাশি জলঙ্গির খোলা বাজার, বহরমপুর বাজার, স্বর্ণময়ী বাজার থেকে নতুন বাজার এবং রাতের কোর্ট মার্কেট, সর্বত্রই ইলিশের দেখা মিলছে। স্থানীয় এক মাছ ব্যবসায়ী জানান, ডায়মন্ড হারবার থেকে গঙ্গার ইলিশ দামে একটু কম হতে পারে। তবে পদ্মার ইলিশের চাহিদা নেহাত কম নয়। তাঁর কথায়, অন্যান্য বছরের থেকে পদ্মার ইলিশের দাম এবার কিছুটা কম আছে। (ছবি ও তথ্য: তন্ময় মন্ডল)
advertisement
advertisement
advertisement