Organic Spices: বেশি রং মানেই খাঁটি এমনটা নয়! অর্গানিক মশলার রয়েছে বেশকিছু বিশেষত্ব, ২৫ বছর ধরে তৈরি হচ্ছে বাঁকুড়ায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
ভাল খাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভাল মশলা এবং যারা মশলা প্রস্তুতকারক তারা মনে করছেন যে মশলার রং কম হবে সেই মশলা সবচেয়ে ভাল।
advertisement
খাঁটি মশলায় ঠিক কতটা রং থাকে? জানেন কী রাঢ় বাংলার এই মশলা কীভাবে তৈরি হয়? ৩৫ বছরের অভিজ্ঞতা নিয়ে, চলছে গুঁড়ো মশলা তৈরির এক বিশাল কারখানা। এই মশলা বাঁকুড়া এবং পুরুলিয়ায় অত্যন্ত জনপ্রিয়। বাঁকুড়া, পুরুলিয়ার আর্থসামাজিক পরিস্থিতির কথা ভেবে ৫০,১০০ গ্রামের, ছোট পাউচে পাঁচ টাকায় বিক্রি হয় এই মশলা।
advertisement
কীভাবে মশলা প্রস্তুত করা হচ্ছে তার ওপর নির্ভর করে মশলার কতটা খাঁটি বা ভেজাল। মার্কেটে বিভিন্ন মশলা রয়েছে এবং কোনটা কীভাবে বিশ্বাস করবেন সেটা বলা মুশকিল। বাঁকুড়ার অর্গানিক মশলা প্রস্তুতকারক চিরাগ ডালমিয়া জানান, "আমাদের গুঁড়ো মশলা সম্পূর্ণ অর্গানিক। সেই কারণে যে রংটা আসছে সেটাই স্বাভাবিক। এর থেকে বেশি রং হলে মশলায় সমস্যা থাকতে পারে।" অর্থাৎ বেশি রং বানিয়েছে ভাল মশলা এমনটা নয়। বিভিন্ন মশলার ব্যবহার করা হয় ফুড কালার।
advertisement
advertisement
advertisement
