Orange Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেই থাবা মেরে বসে রয়েছে নিম্নচাপ, সক্রিয় অক্ষরেখার ফলায় জেলায় জেলায় তোলপাড় করা ভারী বৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Orange Alert: রাতভর বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণের বেশিরভাগ জেলা, এক নজরে আপডেট!
একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে। একটি নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ এবং আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণের সর্বত্রই সারাদিন জুড়ে চলবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে হাওয়ার দাপট ও থাকতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বাঁকুড়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement