Maa Sarada Birth Anniversary: শ্রীশ্রী মায়ের জন্ম তিথি উপলক্ষে সাধারণ ভক্ত-দর্শকের প্রবেশের অনুমতি বেলুড় মঠের

Last Updated:
Maa Sarada Birth Anniversary|Belurmath|Covid-19 Second Wave|Coronaviris Third Wave|Omicron: ভক্তদের কাছে অত্যন্ত বড় খবর ৷ সারদা মায়ের জন্ম তিথি উপলক্ষ্যে বেলুড় মঠে প্রবেশাধিকার থাকছে ভক্তদের ৷
1/6
দেশে করোনা (Covid-19) প্রকোপ কাটিয়ে দু'বছর পরে আগামী ২৬ ডিসেম্বর শ্রীশ্রী মায়ের জন্ম তিথি (Birth Anniversary of Maa Sarada) উপলক্ষে সাধারণ ভক্ত এবং দর্শকের প্রবেশের অনুমতি দিল বেলুড় মঠ। ফাইল ছবি ৷
দেশে করোনা (Covid-19) প্রকোপ কাটিয়ে দু'বছর পরে আগামী ২৬ ডিসেম্বর শ্রীশ্রী মায়ের জন্ম তিথি (Birth Anniversary of Maa Sarada) উপলক্ষে সাধারণ ভক্ত এবং দর্শকের প্রবেশের অনুমতি দিল বেলুড় মঠ। ফাইল ছবি ৷
advertisement
2/6
প্রসঙ্গত গত দু'বছর বেলুড় মঠের (Belurmath) যাবতীয় উৎসবে দর্শক-ভক্তদের প্রবেশাধিকার ছিল না। ভক্তদের দেওয়া হবে শুকনো প্রসাদও | ফাইল ছবি ৷
প্রসঙ্গত গত দু'বছর বেলুড় মঠের (Belurmath) যাবতীয় উৎসবে দর্শক-ভক্তদের প্রবেশাধিকার ছিল না। ভক্তদের দেওয়া হবে শুকনো প্রসাদও | ফাইল ছবি ৷
advertisement
3/6
তবে অন্যান্য বারের মত সারাদিনের জন্য নয়, বর্তমানে বেলুড়মঠ যে নির্দিষ্ট সময় খোলা থাকছে সেই সময়টাতেই শুধুমাত্র প্রবেশাধিকার থাকবে। ফাইল ছবি ৷
তবে অন্যান্য বারের মত সারাদিনের জন্য নয়, বর্তমানে বেলুড়মঠ যে নির্দিষ্ট সময় খোলা থাকছে সেই সময়টাতেই শুধুমাত্র প্রবেশাধিকার থাকবে। ফাইল ছবি ৷
advertisement
4/6
সকাল ৮টা থেকে ১১ টায় এবং বিকাল তিনটা থেকে পাঁচটা অবধি। কোভিড বিধি পালন (Covid-19) করে ভক্ত-দর্শকরা শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ মন্দির ৷ ফাইল ছবি ৷
সকাল ৮টা থেকে ১১ টায় এবং বিকাল তিনটা থেকে পাঁচটা অবধি। কোভিড বিধি পালন (Covid-19) করে ভক্ত-দর্শকরা শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ মন্দির ৷ ফাইল ছবি ৷
advertisement
5/6
মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির এবং স্বামীহীর মন্দির দর্শন ও প্রণাম করতে পারবেন। ফাইল ছবি ৷
মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির এবং স্বামীহীর মন্দির দর্শন ও প্রণাম করতে পারবেন। ফাইল ছবি ৷
advertisement
6/6
একই সাথে সংঘাধ্যক্ষ এবং সহ-সংঘাধক্ষদের প্রণামও করতে পারবেন ভক্তদের হাতে হাতে শুকনো প্রসাদ বিলিও করা হবে ৷ ফাইল ছবি ৷
একই সাথে সংঘাধ্যক্ষ এবং সহ-সংঘাধক্ষদের প্রণামও করতে পারবেন ভক্তদের হাতে হাতে শুকনো প্রসাদ বিলিও করা হবে ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement