World Post Day 2025: ই-মেল, মেসেজের যুগেও দীর্ঘজীবী হোক ডাক পরিষেবা! জাতীয় ডাক দিবসে খুদে পড়ুয়াদের স্পর্শে ঝিমিয়ে পড়া ডাকবাক্সে নতুন প্রাণের সঞ্চার
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
World Post Day 2025: জাতীয় ডাক দিবসে শান্তিপুরের খুদে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক-শিক্ষকারা হাজির হলেন পোস্ট অফিসে। কীভাবে চিঠি লেখা হয়, খামে ঠিকানা লেখার নিয়ম কী, কীভাবে ডাকটিকিট লাগাতে হয়, পোস্টবক্সে ফেলার পদ্ধতি কেমন। পোস্ট অফিসের কর্মীরা ধৈর্যের সঙ্গে প্রতিটি ধাপ শেখান বাচ্চাদের।
advertisement
advertisement
advertisement
advertisement
শিক্ষার্থীদের শেখানো হয় - কীভাবে চিঠি লেখা হয়, খামে ঠিকানা লেখার নিয়ম কী, কীভাবে ডাকটিকিট লাগাতে হয় এবং পোস্টবক্সে ফেলার পদ্ধতি কেমন। পোস্ট অফিসের কর্মীরা ধৈর্যের সঙ্গে প্রতিটি ধাপ দেখিয়ে দেন, আর খুদে পড়ুয়ারা উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেয় সেই প্রক্রিয়ায়। অনেকেই প্রথমবারের মতো চিঠি লিখে ফেলেছে পোস্টবক্সে।
advertisement
advertisement