Jagadhatri Puja: আলোকসজ্জায় চন্দননগর ও কৃষ্ণনগরকেও টেক্কা দিচ্ছে! জগদ্ধাত্রী পুজোয় 'এই' গ্রামের লাইটিং দেখলে মাথা ঘুরবে, নিজেই দেখুন ছবিতে

Last Updated:
Jagadhatri Puja 2025: মুর্শিদাবাদের এই গ্রামের জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জা টেক্কা দিচ্ছে চন্দননগর বা কৃষ্ণনগরকেও। জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা কাগ্রাম। গ্রামের ২৯টি পাড়ার মধ্যে ২৯টি জগদ্ধাত্রী পুজো হয়। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। আলোকসজ্জার প্রতিযোগিতা চলে এই গ্রামে।
1/7
জগদ্ধাত্রী পুজো মানেই যে চন্দননগর বা কৃষ্ণনগর নয়। রাজ্যের একটি গ্রাম রয়েছে যেখানে একাধিক পুজোকে কেন্দ্র করে আলোকসজ্জা সজ্জিত থাকে। গ্রামটির নাম হল মুর্শিদাবাদ জেলার কাগ্রাম। বৃহস্পতিবার রাত থেকেই আলোকসজ্জা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
জগদ্ধাত্রী পুজো মানেই যে চন্দননগর বা কৃষ্ণনগর নয়। রাজ্যের একটি গ্রাম রয়েছে যেখানে একাধিক পুজোকে কেন্দ্র করে আলোকসজ্জা সজ্জিত থাকে। গ্রামটির নাম হল মুর্শিদাবাদ জেলার কাগ্রাম। বৃহস্পতিবার রাত থেকেই আলোকসজ্জা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
advertisement
2/7
মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা কাগ্রাম, এই গ্রামে ২৯টি পাড়ার মধ্যে ২৯টি জগদ্ধাত্রী পুজো হয়। বিভিন্ন বারোয়ারি পুজোয় একে ওপরকে টেক্কা দিতে আলোকসজ্জার প্রতিযোগিতা চলে। 
মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা কাগ্রাম, এই গ্রামে ২৯টি পাড়ার মধ্যে ২৯টি জগদ্ধাত্রী পুজো হয়। বিভিন্ন বারোয়ারি পুজোয় একে ওপরকে টেক্কা দিতে আলোকসজ্জার প্রতিযোগিতা চলে। 
advertisement
3/7
চন্দননগর শুধু নয়, কাটোয়া, নবদ্বীপ, বহরমপুর-সহ বিভিন্ন এলাকা থেকে আলোকসজ্জার নিয়ে আসা হয় এখানে। এক একটি গেট থাকে ৪০ ফুটের কাছাকাছি। মূলত আলোকসজ্জার প্রতিযোগিতা চলে এই গ্রামে। যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।
চন্দননগর শুধু নয়, কাটোয়া, নবদ্বীপ, বহরমপুর-সহ বিভিন্ন এলাকা থেকে আলোকসজ্জার নিয়ে আসা হয় এখানে। এক একটি গেট থাকে ৪০ ফুটের কাছাকাছি। মূলত আলোকসজ্জার প্রতিযোগিতা চলে এই গ্রামে। যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।
advertisement
4/7
আলোকসজ্জার মধ্যে আছে ভূত, কঙ্কাল-সহ একাধিক বিষয়। যা তুলে ধরা হয়েছে এলইডি আলোকসজ্জার মধ্যে দিয়ে। 
আলোকসজ্জার মধ্যে আছে ভূত, কঙ্কাল-সহ একাধিক বিষয়। যা তুলে ধরা হয়েছে এলইডি আলোকসজ্জার মধ্যে দিয়ে। 
advertisement
5/7
মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্ভুক্ত কাগ্রাম। এক কথায় জেলার প্রান্তবর্তী এক প্রাচীন বনেদি গ্রাম। রয়েছে বহু ব্রাহ্মণ, শাক্ত ও বৈষ্ণব পরিবার। মধ্য রাঢ়ের অতি প্রাচীন এই গ্রামের নামকরণ গ্রাম্যদেবী কঙ্কচণ্ডীর নামানুসারে। অতীতের কাগাঁ আজকের কাগ্রাম। 
মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্ভুক্ত কাগ্রাম। এক কথায় জেলার প্রান্তবর্তী এক প্রাচীন বনেদি গ্রাম। রয়েছে বহু ব্রাহ্মণ, শাক্ত ও বৈষ্ণব পরিবার। মধ্য রাঢ়ের অতি প্রাচীন এই গ্রামের নামকরণ গ্রাম্যদেবী কঙ্কচণ্ডীর নামানুসারে। অতীতের কাগাঁ আজকের কাগ্রাম। 
advertisement
6/7
পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে এখানে পুজোর সংখ্যা ২৯টি। এই গ্রামে দুর্গাপুজো, কালীপুজো-সহ অন্যান্য পুজো হলেও বর্তমানে গ্রামের মুখ্য আকর্ষণ সাবেক মেজাজের জগদ্ধাত্রী পুজো। 
পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে এখানে পুজোর সংখ্যা ২৯টি। এই গ্রামে দুর্গাপুজো, কালীপুজো-সহ অন্যান্য পুজো হলেও বর্তমানে গ্রামের মুখ্য আকর্ষণ সাবেক মেজাজের জগদ্ধাত্রী পুজো। 
advertisement
7/7
এছাড়াও, পুজোগুলির মধ্যে অন্যতম মহাশয়বাড়ির পুজো। সাবেক বাংলা রীতির প্রতিমায় আজও দেখা যায় অভিজাত্যের ছোঁয়া। শোনা যায়, পরিবারের আদিপুরুষ নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের পুজো দেখে গ্রামে পুজোর প্রবর্তন করেন। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
এছাড়াও, পুজোগুলির মধ্যে অন্যতম মহাশয়বাড়ির পুজো। সাবেক বাংলা রীতির প্রতিমায় আজও দেখা যায় অভিজাত্যের ছোঁয়া। শোনা যায়, পরিবারের আদিপুরুষ নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের পুজো দেখে গ্রামে পুজোর প্রবর্তন করেন। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
advertisement
advertisement