'রূপকথা নয় এতো, এ কোনও গল্প নয় ৷ এ নয় স্বপ্নে দেখা পরীর কল্প নয়, এ যে এক নারীর জীবন ৷' অনেকের প্রচলিত ধারণা রয়েছে নারীর জীবন 'নাকি তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই'-ই ৷ জীবনের প্রতিটি যুদ্ধ যে নারী জয় করে তাঁকেই বলা হয় জয়া ৷ সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে যিনি এগিয়ে যান তিনিই জয়া, তিনিই জয়ী ৷
বাবা-মা, বোনকে নিয়েই প্রিয়া মান্নার বেড়ে ওঠা ৷ তাঁর বিদ্রোহী সত্তা একদিনের নয় ৷ তিনি যখন চাকরি পেয়েছিলেন বাবার আপত্তি ছিল ৷ বাবা চাইতেন না প্রিয়া চাকরি করুন ৷ সেখানেও প্রচলিত চিন্তাধারার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি ৷ প্রাণের চেয়েও প্রিয় বাবার (শ্রী শম্ভু মান্না) ইচ্ছার সামনে নিজের মানসিকতাকে এক অন্যরূপ দিয়েছিলেন ৷ চাকরি তিনি তখন ছাড়েননি ৷