North 24 Parganas News: থানার রজতজয়ন্তীতে ফিটনেসের ডাক, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে এল প্রতিযোগী! অশোকনগরে মেগা ম্যারাথন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas News: থানার জন্মদিনে ফিট কপ ফিটনেস ম্যারাথন ও ওয়াকথননের আয়োজন অশোকনগরে, ব্যাপক সাড়া।
advertisement
advertisement
advertisement
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও, অশোকনগর থানার আধিকারিক, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সহ জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। জেলা পুলিশ সুপার জানান, প্রতিযোগীদের উৎসাহ তাঁদের প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে। আগামী দিনে শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দৌড় ও হাঁটার মতো অভ্যাস বজায় রাখার বার্তাও দেন তিনি।
advertisement
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর ২০০০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র ও পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের হাত ধরে উদ্বোধন হয় অশোকনগর থানার। বৃহত্তর হাবড়া থানাকে ভেঙে পৃথক থানা গঠনের দীর্ঘদিনের দাবি পূরণ হয় সেদিন। উত্তর ২৪ পরগনা জেলার ৩৫ তম থানা হিসেবে আত্মপ্রকাশ করে অশোকনগর থানা। এদিনের প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে শংসাপত্র, ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বর্তমান প্রজন্মের সঙ্গে প্রবীণদেরও শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকার বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। (ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)







