Bankura News: আর বিরক্ত হবেন না পর্যটকরা! মুকুটমণিপুর ঘুরতে যাওয়া মানেই এবার আলাদা স্বাচ্ছন্দ্য

Last Updated:
এই বসন্তে মুকুটমণিপুর ঘুরতে এলে দেখতে পাবেন এই নতুন জিনিসটি।
1/5
মুকুটমণিপুরে এবার বিশেষ কর্মসূচি। আর বিরক্ত হবেন না পর্যটকেরা, জানুন কী এমন হল ।
মুকুটমণিপুরে এবার বিশেষ কর্মসূচি। আর বিরক্ত হবেন না পর্যটকরা, জানুন কি এমন হল।
advertisement
2/5
মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথারিটির দ্বারা পরিচালিত একটি বিশেষ পরিছন্নতা কর্মসূচি পালিত হল।
মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত একটি বিশেষ পরিছন্নতা কর্মসূচি পালিত হল।
advertisement
3/5
স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া হল ডাস্টবিন। এবার আর মুকুটমণিপুরে গরম চপ খাওয়ার পর ঠোঙা ছুড়ে ফেলতে হবে না যত্রতত্র।
স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া হল ডাস্টবিন। এবার আর মুকুটমণিপুরে গরম চপ খাওয়ার পর ঠোঙ্গা ছুড়ে ফেলতে হবে না যত্রতত্র।
advertisement
4/5
দীর্ঘদিনের দাবি, পরিচ্ছন্ন মুকুটমণিপুর, সেদিকেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে প্রশাসন।
দীর্ঘদিনের দাবি পরিচ্ছন্ন মুকুটমণিপুর, সেদিকেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে প্রশাসন।
advertisement
5/5
মহকুমা শাসক শুভম মৌর্য ব্যবসায়ীদের হাতে তুলে দেন ডাস্টবিনগুলি তিনি জানান,
মহকুমা শাসক শুভম মৌর্য ব্যবসায়ীদের হাতে তুলে দেন ডাস্টবিন, তিনি জানান, "প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ উদ্যোগী হলে ঝকঝকে মুকুটমনিপুর গড়ে তোলা সম্ভব।"
advertisement
advertisement
advertisement