Tulsi Pujan Diwas: তুলসী পূজন দিবসে বিশেষ আয়োজন মায়াপুরের ইসকন মন্দিরে, ছবিতে দেখুন ভক্তের ঢল

Last Updated:
Nadia News Tulsi Pujan Diwas: এদিন তুলসী পূজন দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শীতকালে বছরের শেষের ছুটিতে মায়াপুর ইসকন চত্ত্বর লোকে লোকারণ্য।
1/6
২০১৪ সাল থেকে পালিত হয়ে আসছে, যখন সাধু-সন্তরা তুলসীর ধর্মীয় ও ঔষধি গুরুত্ব তুলে ধরতেন, ২৫ ডিসেম্বর দিনটিকে বেছে নেন, যেদিনটিকে পবিত্র তুলসী মাতার আরাধনার জন্য উৎসর্গীকৃত এবং এই দিনে তুলসী গাছকে পুজো করা হয়। এদিন তুলসী পূজন দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শীতকালে বছরের শেষের ছুটিতে মায়াপুর ইসকন চত্ত্বর লোকে লোকারণ্য। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
২০১৪ সাল থেকে পালিত হয়ে আসছে, যখন সাধু-সন্তরা তুলসীর ধর্মীয় ও ঔষধি গুরুত্ব তুলে ধরতেন, ২৫ ডিসেম্বর দিনটিকে বেছে নেন, যেদিনটিকে পবিত্র তুলসী মাতার আরাধনার জন্য উৎসর্গীকৃত এবং এই দিনে তুলসী গাছকে পুজো করা হয়। এদিন তুলসী পূজন দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শীতকালে বছরের শেষের ছুটিতে মায়াপুর ইসকন চত্ত্বর লোকে লোকারণ্য। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
তুলসী গাছের আধ্যাত্মিক ও ভেষজ গুরুত্বকে উদযাপন করা পাশাপাশি সনাতনীদের নিজের ধর্মকে জাগরিত করার লক্ষ্যে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া শুরু হয়। কারণ আমরা সকলেই জানি তুলসীর গুরুত্ব অপরিসীম ।
তুলসী গাছের আধ্যাত্মিক ও ভেষজ গুরুত্বকে উদযাপন করার লক্ষ্যে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া শুরু হয়। কারণ আমরা সকলেই জানি তুলসীর গুরুত্ব অপরিসীম।
advertisement
3/6
বিশেষ করে হিন্দু ধর্মানুসারে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়, যেখানে এটি দেবী লক্ষ্মীর রূপ এবং বিষ্ণুর প্রিয়। একে 'বিষ্ণুপ্রিয়া'ও বলা হয়, এবং এটি সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের প্রতীক।
বিশেষ করে হিন্দু ধর্মানুসারে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়, যেখানে এটি দেবী লক্ষ্মীর রূপ এবং বিষ্ণুর প্রিয়। একে 'বিষ্ণুপ্রিয়া'ও বলা হয়, এবং এটি সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের প্রতীক।
advertisement
4/6
এই দিনে ভক্তরা তুলসী গাছকে জল নিবেদন করেন, প্রদীপ জ্বালান, এবং মন্ত্র পাঠ করেন। এটি তুলসীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ দিন, যা ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। মনে করা হয়, এই দিনে ভক্তিভরে পূজা করলে মা লক্ষ্মীর কৃপায় ঘরে কখনও ধন-ধান্যের অভাব হয় না।
এই দিনে ভক্তরা তুলসী গাছকে জল নিবেদন করেন, প্রদীপ জ্বালান, এবং মন্ত্র পাঠ করেন। এটি তুলসীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ দিন, যা ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। মনে করা হয়, এই দিনে ভক্তিভরে পূজা করলে মা লক্ষ্মীর কৃপায় ঘরে কখনও ধন-ধান্যের অভাব হয় না।
advertisement
5/6
ঘুম থেকে উঠে সকালে তুলসী মঞ্চ বা টব পরিষ্কার করতে হবে। অনেকে শ্রদ্ধাভরে তুলসীর টবটিকে বিভিন্ন রঙ বা আল্পনা দিয়ে সাজিয়ে তোলেন। সনাতনী ধর্মের ধর্মগুরু নিশি চক্রবর্তী বলেন সন্ধ্যায় শুভ মহূর্তে নিয়ম মেনে তুলসী মাতার পুজো করা হয়। পুজোর সময় তুলসী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ঘুম থেকে উঠে সকালে তুলসী মঞ্চ বা টব পরিষ্কার করতে হবে। অনেকে শ্রদ্ধাভরে তুলসীর টবটিকে বিভিন্ন রঙ বা আল্পনা দিয়ে সাজিয়ে তোলেন। সনাতনী ধর্মের ধর্মগুরু নিশি চক্রবর্তী বলেন সন্ধ্যায় শুভ মহূর্তে নিয়ম মেনে তুলসী মাতার পুজো করা হয়। পুজোর সময় তুলসী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
advertisement
6/6
ভোগ হিসেবে মিষ্টি বা পায়েস নিবেদন করা হয় এবং শেষে তুলসী গাছকে প্রদক্ষিণ করার রীতি রয়েছে বলে জানান। সনাতনীদের কাছে এই দিনটি তুলসী মাতার দিবস পালন হিসাবে অতি গুরুত্বপূর্ণ দিন । সেই জন্যই তারা বিভিন্ন জায়গায় যেমন মঠে মন্দিরের সনাতনীরা যেমন ভিড় করেছেন তেমনই তারাও ইসকন মন্দিরে পুজো দিতে এসেছেন তাদের পবিত্র দিনে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
ভোগ হিসেবে মিষ্টি বা পায়েস নিবেদন করা হয় এবং শেষে তুলসী গাছকে প্রদক্ষিণ করার রীতি রয়েছে বলে জানান। সনাতনীদের কাছে এই দিনটি তুলসী মাতার দিবস পালন হিসাবে অতি গুরুত্বপূর্ণ দিন । সেই জন্যই তারা বিভিন্ন জায়গায় যেমন মঠে মন্দিরের সনাতনীরা যেমন ভিড় করেছেন তেমনই তারাও ইসকন মন্দিরে পুজো দিতে এসেছেন তাদের পবিত্র দিনে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement