Tulsi Pujan Diwas: তুলসী পূজন দিবসে বিশেষ আয়োজন মায়াপুরের ইসকন মন্দিরে, ছবিতে দেখুন ভক্তের ঢল
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Nadia News Tulsi Pujan Diwas: এদিন তুলসী পূজন দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শীতকালে বছরের শেষের ছুটিতে মায়াপুর ইসকন চত্ত্বর লোকে লোকারণ্য।
২০১৪ সাল থেকে পালিত হয়ে আসছে, যখন সাধু-সন্তরা তুলসীর ধর্মীয় ও ঔষধি গুরুত্ব তুলে ধরতেন, ২৫ ডিসেম্বর দিনটিকে বেছে নেন, যেদিনটিকে পবিত্র তুলসী মাতার আরাধনার জন্য উৎসর্গীকৃত এবং এই দিনে তুলসী গাছকে পুজো করা হয়। এদিন তুলসী পূজন দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শীতকালে বছরের শেষের ছুটিতে মায়াপুর ইসকন চত্ত্বর লোকে লোকারণ্য। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভোগ হিসেবে মিষ্টি বা পায়েস নিবেদন করা হয় এবং শেষে তুলসী গাছকে প্রদক্ষিণ করার রীতি রয়েছে বলে জানান। সনাতনীদের কাছে এই দিনটি তুলসী মাতার দিবস পালন হিসাবে অতি গুরুত্বপূর্ণ দিন । সেই জন্যই তারা বিভিন্ন জায়গায় যেমন মঠে মন্দিরের সনাতনীরা যেমন ভিড় করেছেন তেমনই তারাও ইসকন মন্দিরে পুজো দিতে এসেছেন তাদের পবিত্র দিনে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)








