Book Fair: স্থান বদলে শুরু হচ্ছে নদিয়া বইমেলা! উদ্বোধনের দিন থেকেই থাকছে চমক, জানুন বিস্তারিত
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Nadia Book Fair: নদিয়ার বইপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪১ তম নদিয়া জেলা বইমেলা ২০২৫–২০২৬। জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ এবং নদিয়া জেলা বইমেলা কমিটির উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে।
advertisement
১২ জানুয়ারি ২০২৬ দুপুর ৩ টেয় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন হবে। গত বছর হয়েছিল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৭ টা ৩০ মিনিট পর্যন্ত বইমেলা চলবে।
advertisement
advertisement
advertisement
এতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কবি-সাহিত্যিক, গ্রন্থাগারকর্মী, পাঠক ও জেলার বিভিন্ন প্রান্তের বইপ্রেমী মানুষ অংশ নেবেন। বইমেলা চলাকালীন প্রতিদিন চিত্র প্রদর্শনী, সাহিত্যবাসর, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, নতুন বই প্রকাশ এবং পুরস্কার বিতরণীর মতো নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
advertisement









