Nabanna Abhijan: নির্বিষ অভিযান, তবু নবান্ন অভিযানে সকলের চোখ টানল একটাই মাত্র ছবি! মাথায় এ কী নিয়ে যাচ্ছেন প্রতিবাদী?

Last Updated:
Nabanna Abhijan: ২৮ শে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরিহারা সংগঠনের উদ্যোগে নবান্ন অভিযানে, ' প্রতিকী নবান্ন ' মাথায় নিয়ে মুর্শিদাবাদ থেকে  হাজির শিক্ষক শুভাশীষ মান্না
1/5
নবান্ন অভিযানে মাথায় নবান্ন নিয়ে হাজির এক শিক্ষক! নবান্ন অভিযানে হাওড়া স্টেশন থেকে প্রতীকী নবান্ন মাথায় নিয়ে মিছিলে হাজির আন্দোলনকারী।
নবান্ন অভিযানে মাথায় নবান্ন নিয়ে হাজির এক শিক্ষক! নবান্ন অভিযানে হাওড়া স্টেশন থেকে প্রতীকী নবান্ন মাথায় নিয়ে মিছিলে হাজির আন্দোলনকারী।
advertisement
2/5
২৮ শে জুলাই নবান্ন অভিযান। এদিন পুলিশের ছাড়পত্র উপেক্ষা করেই অভিযানে শামিল কয়েক হাজার বঞ্চিত মানুষ। সোমবার হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিমুখে এগোতে থাকে অভিযান। অভিযান রুখতে শহরের নানা স্থানে ব্যারিকেড থাকলেও অভিযান প্রথম বাধাপ্রাপ্ত হয় হাওড়া'র তেলকল ঘাট এলাকায়।
২৮ শে জুলাই নবান্ন অভিযানে।এদিন পুলিশের ছাড়পত্র উপেক্ষা করেই অভিযানে শামিল কয়েক হাজার বঞ্চিত মানুষ। সোমবার হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিমুখে এগোতে থাকে অভিযান। অভিযান রুখতে শহরের নানা স্থানে ব্যারিকেড থাকলেও অভিযান প্রথম বাধাপ্রাপ্ত হয় হাওড়া'র তেলকল ঘাট এলাকায়।
advertisement
3/5
এদিন তেলকল ঘাট এলাকায় নবান্ন অভিযান বাধাপ্রাপ্ত হলে সেখানেই অবস্থান বিক্ষোভে শামিল হন। অবসর প্রাপ্ত চাকরি জীবী থেকে চাকরি হারা শিক্ষক এই অভিযানে শামিল ছিলেন।
এদিন তেলকল ঘাট এলাকায় নবান্ন অভিযান বাধাপ্রাপ্ত হলে সেখানেই অবস্থান বিক্ষোভে শামিল হন। অবসর প্রাপ্ত চাকরি জীবী থেকে চাকরি হারা শিক্ষক এই অভিযানে শামিল ছিলেন।
advertisement
4/5
আন্দোলন কারীদের দাবি এটি শান্তিপূর্ণ আন্দোলন। সরকারের কাছে নিজেদের দাবি আদায়ের আন্দোলন। তাই কেউ শঙ্খ নিয়ে হাজির, কেউ বাদ্যযন্ত্র নিয়ে হাজির, আবার কেউ এসেছেন মডেল হাত। সেই সঙ্গে ব্যানার পোস্টার তো রয়েছে।
আন্দোলন কারীদের দাবি এটি শান্তিপূর্ণ আন্দোলন। সরকারের কাছে নিজেদের দাবি আদায়ের আন্দোলন। তাই কেউ শঙ্খ নিয়ে হাজির, কেউ বাদ্যযন্ত্র নিয়ে হাজির, আবার কেউ এসেছেন মডেল হাত। সেই সঙ্গে ব্যানার পোস্টার তো রয়েছে।
advertisement
5/5
এদিনের আন্দোলনে ' প্রতীকী নবান্ন' মাথায় নিয়ে সুদূর মুর্শিদাবাদ থেকে হাজির শিক্ষক শুভাশীষ মান্না। তিনি জানান, নবান্ন হোক দুর্নীতিমুক্ত নবাবান্নে যোগ্য সরকারের দাবিতে মাথায় প্রতিকী নবান্ন নিয়ে হাজির।
এদিনের আন্দোলনে ' প্রতীকী নবান্ন' মাথায় নিয়ে সুদূর মুর্শিদাবাদ থেকে হাজির শিক্ষক শুভাশীষ মান্না। তিনি জানান, নবান্ন হোক দুর্নীতিমুক্ত নবাবান্নে যোগ্য সরকারের দাবিতে মাথায় প্রতিকী নবান্ন নিয়ে হাজির।
advertisement
advertisement
advertisement