গভীর রাতের ভয়াবহ অগ্নিকাণ্ড কাড়ল গৃহবধূর প্রাণ! আগুনে সর্বশান্ত পাঁচ পরিবারের মুখে খাবার তুলে দিল লালগোলা পুলিশ
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
ভয়াবহ অগ্নিকাণ্ডে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক যুবতী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
advertisement
advertisement
advertisement
এই সঙ্কটময় পরস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে এসে দাঁড়ালো লালগোলা পুলিশ। লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসআই অতনু দাসের নেতৃত্বে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ওই পাঁচটি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন - চাল, ডাল, আলু, রান্নার তেল, সয়াবিন, কলা, বিস্কুট, মুড়ি, চানাচুর তুলে দেওয়া হয়। (ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)
advertisement
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সায়েরা বিবি বলেন, "বাড়ির জানালা দিয়ে যখন আমার নিজের বাড়িতে আগুন দেখলাম, তখন ভেবেছিলাম সব শেষ। বাইরে বেরিয়ে দেখি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ বালতি দিয়ে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা দেখে ভেবেছিলাম, আমরা রক্ষা পাব।" (ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)
advertisement
advertisement








