Gajan Festival: মুখে শেষ মুহূর্তের রংতুলির টান, গাজন পার্বণে মেতে ওঠার প্রস্তুতি তুঙ্গে গ্রাম বাংলায়

Last Updated:
Gajan Festival:গাজন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় মুখে কালী থেকে শিব বিভিন্ন মুখে অঙ্কন করে চলছে সং সাজা। গ্রাম বাংলার এই উৎসবে সামিল হন বহু মানুষ। উৎসবের শুরু হতেই এখন দেখা যাচ্ছে মুখে পেন্টিং করার কাজ।
1/6
গাজন উদযাপন প্রায় এক সপ্তাহব্যাপী, হিন্দু মাসের চৈত্র মাসের শেষ সপ্তাহে পালন হয় এই উৎসব। বহু প্রাচীন উৎসবটি লেখক ও নাট্যকার কালীপ্রসন্ন সিংহের রচনায় উল্লেখ পাওয়া যায়, যিনি গ্রাম বাংলায় তাঁর রচনার জন্য পরিচিত ছিলেন।
গাজন উদযাপন প্রায় এক সপ্তাহব্যাপী, হিন্দু মাসের চৈত্র মাসের শেষ সপ্তাহে পালন হয় এই উৎসব। বহু প্রাচীন উৎসবটি লেখক ও নাট্যকার কালীপ্রসন্ন সিংহের রচনায় উল্লেখ পাওয়া যায়, যিনি গ্রাম বাংলায় তাঁর রচনার জন্য পরিচিত ছিলেন।
advertisement
2/6
গাজন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় মুখে কালী থেকে শিব বিভিন্ন মুখে অঙ্কন করে চলছে সং সাজা। গ্রাম বাংলার এই উৎসবে সামিল হন বহু মানুষ। উৎসবের শুরু হতেই এখন দেখা যাচ্ছে মুখে পেন্টিং করার কাজ।
গাজন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় মুখে কালী থেকে শিব বিভিন্ন মুখে অঙ্কন করে চলছে সং সাজা। গ্রাম বাংলার এই উৎসবে সামিল হন বহু মানুষ। উৎসবের শুরু হতেই এখন দেখা যাচ্ছে মুখে পেন্টিং করার কাজ।
advertisement
3/6
ঢাকের বাদ্যি, ভোলা মহেশ্বরের নামে সন্ন্যাসীদের গর্জন ও গাজনগীতিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। বাঙালি মেতে ওঠে গাজন উৎসবে।
ঢাকের বাদ্যি, ভোলা মহেশ্বরের নামে সন্ন্যাসীদের গর্জন ও গাজনগীতিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। বাঙালি মেতে ওঠে গাজন উৎসবে।
advertisement
4/6
গাজন উৎসব উদযাপিত একটি সনাতন ধর্মীয় লোক উৎসব। এই উৎসব শিব, মনসা ও ধর্মরাজ ঠাকুরের পুজোকেন্দ্রিক উৎসব।
গাজন উৎসব উদযাপিত একটি সনাতন ধর্মীয় লোক উৎসব। এই উৎসব শিব, মনসা ও ধর্মরাজ ঠাকুরের পুজোকেন্দ্রিক উৎসব।
advertisement
5/6
চৈত্র সংক্রান্তির গাজনে কালীর নাচও একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। আর ধর্মের গাজনের বা ধর্ম ঠাকুরের গাজনের বিশেষ অঙ্গ হল নরমুণ্ড বা গলিত শব নিয়ে নাচ।
চৈত্র সংক্রান্তির গাজনে কালীর নাচও একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। আর ধর্মের গাজনের বা ধর্ম ঠাকুরের গাজনের বিশেষ অঙ্গ হল নরমুণ্ড বা গলিত শব নিয়ে নাচ।
advertisement
6/6
প্রাচীনকাল থেকেই রাঢ়বঙ্গের শৈব-সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন। গাজন কথাটির মানে হল, গাঁ বা গ্রাম এবং জন বা জনগণ। অর্থাৎ গাজন হল গ্রামের জনগণের নিজস্ব উৎসব।
প্রাচীনকাল থেকেই রাঢ়বঙ্গের শৈব-সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন। গাজন কথাটির মানে হল, গাঁ বা গ্রাম এবং জন বা জনগণ। অর্থাৎ গাজন হল গ্রামের জনগণের নিজস্ব উৎসব।
advertisement
advertisement
advertisement