Mother Donates Property Worth Millions: কোল খালি করে চলে গেছে, বুকে হাহাকার, মেয়ের মৃত্যুতে মা দান করলেন ১৭ কোটি টাকার সম্পত্তি! তারপর....

Last Updated:
Mother Donates Property Worth Millions: মেয়ের আত্মার শান্তি কামনায় তার মা যা করছেন জানলে...
1/4
: এক মায়ের চরম কষ্টের কাহিনি। যে মায়ের কাহিনি এখানে শুনবেন, তা শুনলে আপনিও বাকরুদ্ধ হয়ে যাবেন৷ এই মা হলেন বোলপুরে কাছাড়িপট্টির বাসিন্দা শীলা মন্ডল৷  এই মায়ের কষ্টের কথা শুনলে চোখের এক কোন থেকে ঝরে পড়বে জল। শীলা মন্ডলের মেয়ে শুভ্রা মন্ডল ছিল তাঁর চোখের মনি।শুভ্রা মন্ডলের জন্মের পরের দশ বছর বেশ হাসি খুশিতেই কাটছিল সব৷ আর পাঁচটা পরিবার যেমন আনন্দের সঙ্গে সময় কাটায় ঠিক তেমনই কাটছিল জীবন৷  কিন্তু দশ বছর পরেই জীবনে ঘটে ছন্দপতন। Photo- Representative 
: এক মায়ের চরম কষ্টের কাহিনি। যে মায়ের কাহিনি এখানে শুনবেন, তা শুনলে আপনিও বাকরুদ্ধ হয়ে যাবেন৷ এই মা হলেন বোলপুরে কাছাড়িপট্টির বাসিন্দা শীলা মন্ডল৷  এই মায়ের কষ্টের কথা শুনলে চোখের এক কোন থেকে ঝরে পড়বে জল। শীলা মন্ডলের মেয়ে শুভ্রা মন্ডল ছিল তাঁর চোখের মনি।শুভ্রা মন্ডলের জন্মের পরের দশ বছর বেশ হাসি খুশিতেই কাটছিল সব৷ আর পাঁচটা পরিবার যেমন আনন্দের সঙ্গে সময় কাটায় ঠিক তেমনই কাটছিল জীবন৷  কিন্তু দশ বছর পরেই জীবনে ঘটে ছন্দপতন। Photo- Representative
advertisement
2/4
হঠাৎ একদিন খবর আসে শুভ্রা মন্ডল ভয়ঙ্কর ব্রেন ক্যান্সারে আক্রান্ত। পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া একে একে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয় চলে চিকিৎসা। কিন্তু কিছুতেই কোন সুরাহা হয় না। মাত্র ১০ বছর বয়সের সেই মেয়েটি টানা ২৮টি বছর শয্যাশায়ী হয়ে জীবন কাটান। জীবনে না পঠন পাঠন না প্রেম সংসার কোনওটাই উপভোগ করতে পারেনি শুভ্রা মন্ডল।
হঠাৎ একদিন খবর আসে শুভ্রা মন্ডল ভয়ঙ্কর ব্রেন ক্যান্সারে আক্রান্ত। পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া একে একে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয় চলে চিকিৎসা। কিন্তু কিছুতেই কোন সুরাহা হয় না। মাত্র ১০ বছর বয়সের সেই মেয়েটি টানা ২৮টি বছর শয্যাশায়ী হয়ে জীবন কাটান। জীবনে না পঠন পাঠন না প্রেম সংসার কোনওটাই উপভোগ করতে পারেনি শুভ্রা মন্ডল।
advertisement
3/4
২৮টা বছর বেরঙিন ভাবে জীবন কেটে গেছে তার। অবশেষে মৃত্যুর কাছে জীবন হার স্বীকার করে৷  ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শুভ্রা। মায়ের কোল খালি করে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে। তবে মা কিন্তু একদম ভেঙে পড়েননি, মেয়ের মৃত্যুতে মেয়ের শোকে কাতর হয়েও সকলের জন্য ভাবতে শুরু করেন শীলা মন্ডল।
২৮টা বছর বেরঙিন ভাবে জীবন কেটে গেছে তার। অবশেষে মৃত্যুর কাছে জীবন হার স্বীকার করে৷  ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শুভ্রা। মায়ের কোল খালি করে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে। তবে মা কিন্তু একদম ভেঙে পড়েননি, মেয়ের মৃত্যুতে মেয়ের শোকে কাতর হয়েও সকলের জন্য ভাবতে শুরু করেন শীলা মন্ডল।
advertisement
4/4
তিনি তার প্রায় ১৭ কোটি টাকার সম্পত্তি এক ট্রাস্টকে দান করেন। সেখানেই বসন্তকালে দশভুজার আগমন শুরু করেছেন তিনি। দশভূজার দর্শনে আসা প্রত্যেক মানুষের কাছে আবেদন করছেন তার মেয়ের আত্মার শান্তি কামনা করার জন্য। যে সম্পত্তি তিনি দান করেছেন সেই জায়গাতেই তৈরি হচ্ছে শিব মন্দির, আগামিদিনে পাড়ার ছেলেমেয়েদের জন্য তৈরি হবে স্কুল।  Input- Souvik Roy
তিনি তার প্রায় ১৭ কোটি টাকার সম্পত্তি এক ট্রাস্টকে দান করেন। সেখানেই বসন্তকালে দশভুজার আগমন শুরু করেছেন তিনি। দশভূজার দর্শনে আসা প্রত্যেক মানুষের কাছে আবেদন করছেন তার মেয়ের আত্মার শান্তি কামনা করার জন্য। যে সম্পত্তি তিনি দান করেছেন সেই জায়গাতেই তৈরি হচ্ছে শিব মন্দির, আগামিদিনে পাড়ার ছেলেমেয়েদের জন্য তৈরি হবে স্কুল।  Input- Souvik Roy
advertisement
advertisement
advertisement