Traffic : ব্যস্ত সময় আটকে গেল রাস্তা, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বাস-গাড়ি! সাত সকালে ধূলাগড়ে নাজেহাল কাণ্ড

Last Updated:
গাছে আটকে মাঝ রাস্তায় থমকে পড়ল ট্রাক, ব্যস্ত সড়কে হাজারও গাড়ি আটকে পড়ল, কয়েক ঘণ্টা চললেও ভোগান্তি 
1/6
গঙ্গাধরপুর, রাকেশ মাইতি: গাছে আটকে ট্রাক, আটকে পড়ল হাজারো যানের চাকা! যান চলাচল বন্ধ প্রায় কয়েক ঘন্টা। বৃহস্পতিবার সকালে প্রায় সমস্ত গাড়ির চাকা থমকে পড়ল ধুলোগড়-ফটিকগাছি রোডে। সমস্যায় স্কুল-কলেজ পড়ুয়া থেকে কর্মসংস্থান মুখী মানুষ।
গঙ্গাধরপুর, রাকেশ মাইতি: যান চলাচল বন্ধ প্রায় কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার সকালে প্রায় সমস্ত গাড়ির চাকা থমকে পড়ল ধুলোগড়- ফটিকগাছি রোডে। সমস্যায় স্কুল-কলেজ পড়ুয়া থেকে কর্মসংস্থান মুখী মানুষ।
advertisement
2/6
ধুলাগড় -ফটিকগাছি রোড দারুণ ব্যস্ত সড়ক। পাঁচলা জগৎবল্লভপুর এবং ডোমজুড় সাঁকরাইল ব্লকের একাংশের মানুষের যাতায়াতকারী রাস্তা এটি। রাস্তার দুইপাশারি ঘন জনবসতি এবং কলকারখানা। প্রতিদিন সকাল থেকে রাত ব্যস্ত সড়ক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
ধুলাগড় -ফটিকগাছি রোড দারুণ ব্যস্ত সড়ক। পাঁচলা জগৎবল্লভপুর এবং ডোমজুড় সাঁকরাইল ব্লকের একাংশের মানুষের যাতায়াতকারী রাস্তা এটি। রাস্তার দুইপাশারি ঘন জনবসতি এবং কলকারখানা। প্রতিদিন সকাল থেকে রাত ব্যস্ত সড়ক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/6
বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ ধুলাগড় থেকে ফটিকগাছি যাবার পথে একটি ট্রাক বড় মেশিনারি নিয়ে যাওয়া'র সময় আটকে পড়ে গাছে আটকায়। সেই সময় ট্রাকটি সামনের দিকে এগানোর চেষ্টা করলে ভেঙে পড়ে গাছ। একটি অশ্বত্থ গাছের মোটা শাখা ভেঙে পড়ে ট্রাকের উপর। ব্যস্ত সড়কের মাঝ রাস্তা'য় আটকে পড়ে ট্রাক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ ধুলাগড় থেকে ফটিকগাছি যাবার পথে একটি ট্রাক বড় মেশিনারি নিয়ে যাওয়া'র সময় আটকে পড়ে গাছে আটকায়। সেই সময় ট্রাকটি সামনের দিকে এগানোর চেষ্টা করলে ভেঙে পড়ে গাছ। একটি অশ্বত্থ গাছের মোটা শাখা ভেঙে পড়ে ট্রাকের উপর। ব্যস্ত সড়কের মাঝ রাস্তা'য় আটকে পড়ে ট্রাক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/6
রাস্তার উপর গাছ ভেঙে পড়ে, মাঝ রাস্তা'য় আটকে ট্রাক। ঘটনার জেরে কোনও রকমে সাইকেল বাইক পারাপার হলেও টোটো অটো বাস ট্যাক্সি ও ট্রাক চলাচল বন্ধ হয়। খবর পেয়ে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উপ প্রধান থেকে পঞ্চায়েত সদস্য এবং গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজের ছাত্র'রা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছয় পাঁচলা থানার পুলিশ এবং দেউলপুর পঞ্চায়েত সদস্যরা।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
রাস্তার উপর গাছ ভেঙে পড়ে, মাঝ রাস্তা'য় আটকে ট্রাক। ঘটনার জেরে কোনও রকমে সাইকেল বাইক পারাপার হলেও টোটো অটো বাস ট্যাক্সি ও ট্রাক চলাচল বন্ধ হয়। খবর পেয়ে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উপ প্রধান থেকে পঞ্চায়েত সদস্য এবং গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজের ছাত্র'রা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছয় পাঁচলা থানার পুলিশ এবং দেউলপুর পঞ্চায়েত সদস্যরা।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/6
পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত গাছ কাটার ব্যবস্থা করা হয়। অন্যদিকে মাঝ রাস্তা থেকে ট্রাক সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে চালক না থাকার ফলে। এমত অবস্থায় গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রলয় ঘোষ ট্রাকের স্টিয়ারিং ধরেন। চারচাকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেও বড় ট্রাক চালানো বেশ কঠিন ছিল বলেই জানান প্রলয় ঘোষ। পথ চলতি মানুষের কথা ভেবে ট্রাকটিকে সরান । (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত গাছ কাটার ব্যবস্থা করা হয়। অন্যদিকে মাঝ রাস্তা থেকে ট্রাক সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে চালক না থাকার ফলে। এমত অবস্থায় গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রলয় ঘোষ ট্রাকের স্টিয়ারিং ধরেন। চারচাকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেও বড় ট্রাক চালানো বেশ কঠিন ছিল বলেই জানান প্রলয় ঘোষ। পথ চলতি মানুষের কথা ভেবে ট্রাকটিকে সরান । (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
6/6
এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান উৎপল দলপতি জানান, সকাল ৭ টা নাগাদ ঘটনা। চারটি ব্লকের মানুষ এই রাস্তা ব্যবহার করে। যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়া'র খবর পেতেই ছুটে আসি। স্থানীয় ছেলে পঞ্চায়েত সদস্য এবং পাঁচলা থানার পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। ট্রাক'টি ঘটনাস্থান থেকে কিছুটা দূরত্ব রেখে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান উৎপল দলপতি জানান, সকাল ৭ টা নাগাদ ঘটনা। চারটি ব্লকের মানুষ এই রাস্তা ব্যবহার করে। যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়া'র খবর পেতেই ছুটে আসি। স্থানীয় ছেলে পঞ্চায়েত সদস্য এবং পাঁচলা থানার পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। ট্রাক'টি ঘটনাস্থান থেকে কিছুটা দূরত্ব রেখে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement