ট্রেনের চাকায় আটকে মানুষের কাটা পা! ৩৫ মিনিট ধরে বন্ধ হাসনাবাদ শিয়ালদহ ডাউন ট্রেন চলাচল। ট্রেনের চাকার ব্রেকে কাটা পা আটকে বিপত্তি।
2/ 5
বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাড়োয়া রোড স্টেশন চত্বরে। সাধারণ মানুষ ও জিআরপি সূত্রে খবর, শিয়ালদহ হাসনাবাদ শাখার মালতীপুর স্টেশনে ডাউন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় এক যুবক।
3/ 5
তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় ওই যুবকের শরীরের বিভিন্ন অংশ। আর তখনই মৃত যুবকের কাটা পা ট্রেনের ব্রেকে আটকে বিপত্তি তৈরি হয়। হাড়োয়া রোড স্টেশনে কাটা পা ব্রেক থেকে ছাড়াতে প্রায় ৩৫ মিনিট সময় লাগে।
4/ 5
সেই সময় বন্ধ থাকে ডাউন লাইনে ট্রেন চলাচল। মিনিট ৪০ পরে কাটা পা বার করে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
5/ 5
এদিকে, যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ১০। বিহার থেকে শিলিগুড়ি আসার সময়ে এই দুর্ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। বাসের চালককে দরজা কেটে দমকলের টিম উদ্ধার করেছে।