মল মাস শেষ, আজকের প্রতিপদ তিথি থেকেই শুরু হয়ে গেল মহিষাদল রাজ পরিবারের প্রাচীন দুর্গা পুজো!
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
প্রতিবার মহালয়ার একদিন পরের প্রতিপদ তিথি থেকে শুরু হয় এখানকার পুজোপাট। এবার সেখানে মলমাসের কারণে মহালয়ার অনেকদিন পরের এই প্রতিপদ তিথি মেনেই শুরু হল এবারের পুজো।
রাজবাড়ির গোপালজীউ দীঘিঘাটে ঘটতকের পর দুর্গা মন্ডপে আজ থেকে মায়ের পুজো শুরু হয়েছে। প্রায় ২৪৬ বছরের প্রাচীন পুজোকে ঘিরে আজও মানুষের সমান আবেগ ও উৎসাহ। করোনার কারণে আড়ম্বর কমিয়ে সামাজিক কর্মসূচি এবং সামাজিক দুরত্ব বিধি মানা এবং রাজ পরিবারের পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে পুজোর দিনগুলিতে। তথ্য ও ছবি SUJIT BHOWMIK
advertisement
প্রাচীন প্রথা ও নিয়মনীতি মেনে আজ প্রতিপদ তিথি থেকেই শুরু হয়েছে এই পুজো। যেখানে প্রতিবার মহালয়ার একদিন পরের প্রতিপদ তিথি থেকে শুরু হয় এখানকার পুজোপাট। এবার সেখানে মলমাসের কারণে মহালয়ার অনেকদিন পরের এই প্রতিপদ তিথি মেনেই শুরু হল এবারের পুজো। করোনার কঠিন সময়ে পুজোকে ঘিরে আড়ম্বর কমছেই। সঙ্গে মল মাসের কারণে এই রাজবাড়ির দুর্গা পুজোর দিনও কমছে। তথ্য ও ছবি SUJIT BHOWMIK
advertisement
রাজ পরিবারের প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ার কারণে প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই পুজোর আড়ম্বর অনেক বছর আগেই কমেছে। যে রাজ পরিবারের দুর্গা পুজোয় ষষ্ঠীতে ৬ মন, সপ্তমীতে সাত মন কিংবা অষ্টমী- নবমীতে আট ও নয় মন চালের ভোগ মায়ের চরণে নিবেদন করা হতো ৷ সেই রাজবাড়িরই দুর্গা আরাধনায় কয়েক দশক ধরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে ৬,৭,৮ এবং ৯ কিলো চালের নিবেদন করা হয়। প্রভাব প্রতিপত্তি এবং আয় উপায় কমে যাওয়ার কারণে পুজোর বাজেটে বছর বছর কাঁটছাঁট চলছেই। তার ওপর এবার করোনার কঠিন সময় সামনে আসায় নিজেদের প্রাচীন পুজোর আয়োজনে আড়ম্বরতা পুরোপুরি কমিয়ে দিয়েছেন রাজবাড়ির বর্তমান বংশধররা। অথচ এই রাজবাড়িরই দুর্গাপূজার আয়োজন ঘিরে এক সময় উৎসাহ, উদ্দীপনা এবং তৎপরতা চোখে পড়ার মতোই ছিল। তথ্য ও ছবি SUJIT BHOWMIK
advertisement
পুজোকে ঘিরে ছিল সামাজিক এবং পৌরাণিক নানা কাহিনি। চাষাবাদ থেকে খাজনা, জমি থেকে বন ও বনাঞ্চলে বসবাসকারী পশুপ্রাণীদের কাহিনি। এই রাজবাড়ির দুর্গাপূজার সঙ্গে বহু জানা অজানা কাহিনি ও গল্পকথা জড়িয়ে আছে। যা মহিষাদল অঞ্চলের মানুষের মুখে মুখে আজও চর্চিত হয়। পুজোর দিন এগিয়ে এলে সেই চর্চাই আরও বাড়ে। এবার করোনা সেই চর্চার ওপর যেন পর্দা ফেলতে চাইছে। তবু, কঠিন এই সময়কালে রাজবাড়ির দুর্গা আয়োজনের দিকে নজর রাখছেন সব্বাই। তথ্য ও ছবি SUJIT BHOWMIK