Makar Sankranti 2023| জমে উঠল মকর সংক্রান্তি, কালনা-কাটোয়ার ঘাটে ঘাটে পুণ্যস্নানের ভিড়

Last Updated:
Makar Sankranti 2023: দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নদীপথে ও চলছে টহলদারি সেখান থেকে বাসিন্দাদের জলের বেশি গভীরে নামতে নিষেধ করা হচ্ছে।
1/6
মকরস্নানের জন্য পুণ্যার্থীদের ভিড় দেখা গেল কালনা কাটোয়ায় গঙ্গার ঘাটগুলিতে। পুণ্যস্নানের ভিড় ছিল বর্ধমানের সদরঘাটে দামোদরে। কুয়াশাকে অগ্রাহ্য করে অনেকেই ভোর থেকেই পুণ্যস্নানের জন্য নদীতে ডুব দিয়েছেন।
মকরস্নানের জন্য পুণ্যার্থীদের ভিড় দেখা গেল কালনা কাটোয়ায় গঙ্গার ঘাটগুলিতে। পুণ্যস্নানের ভিড় ছিল বর্ধমানের সদরঘাটে দামোদরে। কুয়াশাকে অগ্রাহ্য করে অনেকেই ভোর থেকেই পুণ্যস্নানের জন্য নদীতে ডুব দিয়েছেন।
advertisement
2/6
প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই কাটোয়ার সতীশ সাহার ঘাটে দিনভর চলছে মকরস্নান। সংসারের মঙ্গল কামনায় পুণ্যস্নান সেরে নদীঘাটের কাছে সধবারা শাঁখা পরেছেন। পার্শ্ববর্তী জেলা ছাড়াও ভিন রাজ্যের পুণ্যার্থীরাও নদীঘাটে স্নানের জন্য ভিড় জমিয়েছে।
প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই কাটোয়ার সতীশ সাহার ঘাটে দিনভর চলছে মকরস্নান। সংসারের মঙ্গল কামনায় পুণ্যস্নান সেরে নদীঘাটের কাছে সধবারা শাঁখা পরেছেন। পার্শ্ববর্তী জেলা ছাড়াও ভিন রাজ্যের পুণ্যার্থীরাও নদীঘাটে স্নানের জন্য ভিড় জমিয়েছে।
advertisement
3/6
মকর তিথিতে দেশের বিভিন্ন নদ-নদীতে পুণ্যার্থীরা স্নানপর্ব সারেন।কাটোয়া কালনায় ভাগীরথী নদীতে স্নান করে দূর দূরান্ত থেকে আসা গৃহবধূরা শাঁখা পরেন। বাংলার গৃহবধূদের বিশ্বাস এই পুণ্য তিথিতে গঙ্গা স্নান করে শাঁখা পরলে  সংসারের মঙ্গল হয়।
মকর তিথিতে দেশের বিভিন্ন নদ-নদীতে পুণ্যার্থীরা স্নানপর্ব সারেন।কাটোয়া কালনায় ভাগীরথী নদীতে স্নান করে দূর দূরান্ত থেকে আসা গৃহবধূরা শাঁখা পরেন। বাংলার গৃহবধূদের বিশ্বাস এই পুণ্য তিথিতে গঙ্গা স্নান করে শাঁখা পরলে  সংসারের মঙ্গল হয়।
advertisement
4/6
কালনার ভাগীরথীর ঘাটগুলিতেও এদিন ছিল পুন্যার্থীদের উপচে পড়া ভিড়। স্থানীয়রা বটেই, বাসে ট্রেনে দূরদূরান্ত থেকেও এসেছিলেন অগণিত পুরুষ মহিলা। বর্ধমান এবং হুগলির জেলার একটা বড় অংশ থেকে এসেছিলেন অনেকেই। সকাল থেকে সারাদিন চলেছে মকর স্নান।
কালনার ভাগীরথীর ঘাটগুলিতেও এদিন ছিল পুন্যার্থীদের উপচে পড়া ভিড়। স্থানীয়রা বটেই, বাসে ট্রেনে দূরদূরান্ত থেকেও এসেছিলেন অগণিত পুরুষ মহিলা। বর্ধমান এবং হুগলির জেলার একটা বড় অংশ থেকে এসেছিলেন অনেকেই। সকাল থেকে সারাদিন চলেছে মকর স্নান।
advertisement
5/6
দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নদীপথে ও চলছে টহলদারি সেখান থেকে বাসিন্দাদের জলের বেশি গভীরে নামতে নিষেধ করা হচ্ছে।
দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নদীপথে ও চলছে টহলদারি সেখান থেকে বাসিন্দাদের জলের বেশি গভীরে নামতে নিষেধ করা হচ্ছে।
advertisement
6/6
দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নদীপথে ও চলছে টহলদারি সেখান থেকে বাসিন্দাদের জলের বেশি গভীরে নামতে নিষেধ করা হচ্ছে।
দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নদীপথে ও চলছে টহলদারি সেখান থেকে বাসিন্দাদের জলের বেশি গভীরে নামতে নিষেধ করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement