Mahua Moitra: শাড়ি পড়েই খেললেন টেনিস, তুললেন ডামবেল! কৃষ্ণনগরে মহুয়া মৈত্র করছেন কী!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
নদিয়া জেলা স্টেডিয়ামে অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত জিমনেসিয়ামের উদ্বোধন সাংসদ মহুয়া মৈত্র ও জেলাশাসকের
মধ্যবিত্তের জন্য সুখবর, এবার কম টাকাতেই প্র্যাকটিস করতে পারবেন জেলাতেই লং টেনিস এবং পাশাপাশি হবে শরীর চর্চাও। নদিয়া জেলা স্টেডিয়ামে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত জিমনেসিয়াম এর উদ্বোধন সাংসদ মহুয়া মৈত্র ও জেলাশাসকের। ভবিষ্যতে এআই প্রযুক্তির লড়াই এ শরীরচর্চা ও সাংস্কৃতিচর্চা মানুষকে অগ্রণী ভূমিকাতে রাখবে। (Mainak Debnath)
advertisement
কৃষ্ণনগর জেলা স্টেডিয়াম এক নবনির্মিত জিমনেসিয়ামের উদ্বোধন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক এস অরুন প্রসাদ জেলার আরাধ্যক্ষকে অমরনাথ সহ অন্যান্য অফিসার ও বিশিষ্টজনেরা। এদিন উদ্বোধনের সময় সাংসদ মহুয়া মৈত্র নিজে খেললেন টেনিস এর পাশাপাশি ট্রেড মিলে করলেন শরীর চর্চাও।
advertisement
advertisement
advertisement
advertisement
৫০ লক্ষ টাকা ব্যয় নির্মিত এই শীততাপ নিয়ন্ত্রিত জিমে রয়েছে দেহ চর্চার সমস্ত রকম আধুনিক সরঞ্জাম । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক এস অরুন প্রসাদ জানান সেভাবে এআই প্রযুক্তি মানুষের মেধার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেখানে দেহচর্চা খেলাধুলো সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে তা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এই জেলায় তিনি একটি আধুনিক জিম প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান সাংসদকে।
advertisement
পরবর্তীতে সাংসদ মহায়া মৈত্র জানান আমরা আজ সাংসদ আছি, কালকে হয়তো থাকবো না কিন্তু আমরা যে অ্যাসেট তৈরী করে দিয়ে যাচ্ছি তাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলার মানুষের। জেলায় প্রশিক্ষণ করতে আসা বিভিন্ন খেলোয়াড়রা এই আধুনিক জিম পেয়ে ভীষণ উৎসাহিত। জাতীয় ও আন্তর্জাতিক খেলায় এবার তাড়াও ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে খেলার মাঠে নামতে পারবে বলে মনে করছেন।