Mahua Moitra: শাড়ি পড়েই খেললেন টেনিস, তুললেন ডামবেল! কৃষ্ণনগরে মহুয়া মৈত্র করছেন কী!

Last Updated:
নদিয়া জেলা স্টেডিয়ামে অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত জিমনেসিয়ামের উদ্বোধন সাংসদ মহুয়া মৈত্র ও জেলাশাসকের
1/7
মধ্যবিত্তের জন্য সুখবর, এবার কম টাকাতেই প্র্যাকটিস করতে পারবেন জেলাতেই লং টেনিস এবং পাশাপাশি হবে শরীর চর্চাও। নদিয়া জেলা স্টেডিয়ামে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত জিমনেসিয়াম এর উদ্বোধন সাংসদ মহুয়া মৈত্র ও জেলাশাসকের। ভবিষ্যতে এআই প্রযুক্তির লড়াই এ শরীরচর্চা ও সাংস্কৃতিচর্চা মানুষকে অগ্রণী ভূমিকাতে রাখবে। (Mainak Debnath)
মধ্যবিত্তের জন্য সুখবর, এবার কম টাকাতেই প্র্যাকটিস করতে পারবেন জেলাতেই লং টেনিস এবং পাশাপাশি হবে শরীর চর্চাও। নদিয়া জেলা স্টেডিয়ামে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত জিমনেসিয়াম এর উদ্বোধন সাংসদ মহুয়া মৈত্র ও জেলাশাসকের। ভবিষ্যতে এআই প্রযুক্তির লড়াই এ শরীরচর্চা ও সাংস্কৃতিচর্চা মানুষকে অগ্রণী ভূমিকাতে রাখবে। (Mainak Debnath)
advertisement
2/7
কৃষ্ণনগর জেলা স্টেডিয়াম এক নবনির্মিত জিমনেসিয়ামের উদ্বোধন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক এস অরুন প্রসাদ জেলার আরাধ্যক্ষকে অমরনাথ সহ অন্যান্য অফিসার ও বিশিষ্টজনেরা। এদিন উদ্বোধনের সময় সাংসদ মহুয়া মৈত্র নিজে খেললেন টেনিস এর পাশাপাশি ট্রেড মিলে করলেন শরীর চর্চাও।
কৃষ্ণনগর জেলা স্টেডিয়াম এক নবনির্মিত জিমনেসিয়ামের উদ্বোধন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক এস অরুন প্রসাদ জেলার আরাধ্যক্ষকে অমরনাথ সহ অন্যান্য অফিসার ও বিশিষ্টজনেরা। এদিন উদ্বোধনের সময় সাংসদ মহুয়া মৈত্র নিজে খেললেন টেনিস এর পাশাপাশি ট্রেড মিলে করলেন শরীর চর্চাও।
advertisement
3/7
কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা থেকে বড়রা ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলার প্র্যাকটিস এ আসতো। তাদের বড় সমস্যা ছিল একটি আধুনিক জিমের অভাব।
কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা থেকে বড়রা ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলার প্র্যাকটিস এ আসতো। তাদের বড় সমস্যা ছিল একটি আধুনিক জিমের অভাব।
advertisement
4/7
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর আগেও ক্লাবগুলোকে দু লক্ষ টাকা করে দিয়ে খেলার পরিবেশ বাংলায় উন্নত করতে চেয়েছে পরে সেই পথের পথিক ওই সংসদ মহুয়া মৈত্রর উদ্যোগে প্রায় একটি আধুনিক জিম তৈরি হয়েছে জেলা স্টেডিয়ামের এক প্রান্তে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর আগেও ক্লাবগুলোকে দু লক্ষ টাকা করে দিয়ে খেলার পরিবেশ বাংলায় উন্নত করতে চেয়েছে পরে সেই পথের পথিক ওই সংসদ মহুয়া মৈত্রর উদ্যোগে প্রায় একটি আধুনিক জিম তৈরি হয়েছে জেলা স্টেডিয়ামের এক প্রান্তে।
advertisement
5/7
নিজস্ব সংসদ তহবিল থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা এই জিমের জন্য প্রদান করেছেন মহুয়া মৈত্র, বাকি ১৫ লক্ষ টাকা নদীয়া জেলা পরিষদ দ্বারা চতুর্থ অর্থ কমিশনের কাছ থেকে বরাদ্দ হয়েছে।
নিজস্ব সংসদ তহবিল থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা এই জিমের জন্য প্রদান করেছেন মহুয়া মৈত্র, বাকি ১৫ লক্ষ টাকা নদীয়া জেলা পরিষদ দ্বারা চতুর্থ অর্থ কমিশনের কাছ থেকে বরাদ্দ হয়েছে।
advertisement
6/7
৫০ লক্ষ টাকা ব্যয় নির্মিত এই শীততাপ নিয়ন্ত্রিত জিমে রয়েছে দেহ চর্চার সমস্ত রকম আধুনিক সরঞ্জাম । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক এস অরুন প্রসাদ জানান সেভাবে এআই প্রযুক্তি মানুষের মেধার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেখানে দেহচর্চা খেলাধুলো সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে তা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এই জেলায় তিনি একটি আধুনিক জিম প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান সাংসদকে।
৫০ লক্ষ টাকা ব্যয় নির্মিত এই শীততাপ নিয়ন্ত্রিত জিমে রয়েছে দেহ চর্চার সমস্ত রকম আধুনিক সরঞ্জাম । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক এস অরুন প্রসাদ জানান সেভাবে এআই প্রযুক্তি মানুষের মেধার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেখানে দেহচর্চা খেলাধুলো সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে তা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এই জেলায় তিনি একটি আধুনিক জিম প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান সাংসদকে।
advertisement
7/7
পরবর্তীতে সাংসদ মহায়া মৈত্র জানান আমরা আজ সাংসদ আছি, কালকে হয়তো থাকবো না কিন্তু আমরা যে অ্যাসেট তৈরী করে দিয়ে যাচ্ছি তাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলার মানুষের। জেলায় প্রশিক্ষণ করতে আসা বিভিন্ন খেলোয়াড়রা এই আধুনিক জিম পেয়ে ভীষণ উৎসাহিত। জাতীয় ও আন্তর্জাতিক খেলায় এবার তাড়াও ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে খেলার মাঠে নামতে পারবে বলে মনে করছেন।
পরবর্তীতে সাংসদ মহায়া মৈত্র জানান আমরা আজ সাংসদ আছি, কালকে হয়তো থাকবো না কিন্তু আমরা যে অ্যাসেট তৈরী করে দিয়ে যাচ্ছি তাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলার মানুষের। জেলায় প্রশিক্ষণ করতে আসা বিভিন্ন খেলোয়াড়রা এই আধুনিক জিম পেয়ে ভীষণ উৎসাহিত। জাতীয় ও আন্তর্জাতিক খেলায় এবার তাড়াও ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে খেলার মাঠে নামতে পারবে বলে মনে করছেন।
advertisement
advertisement
advertisement