Magic Pond: কলকাতার একদম কাছেই, পুকুরে ডুব দিলেই শরীরে আমূল বদল, ভিড় জমাচ্ছেন মানুষ

Last Updated:
Miracle Pond: স্থানীয় মানুষের কথায় জানা যায়, রবিবার এবং শুক্লা তিথিতে সর্বাধিক ভিড় জমে এই পুকুরে ঘাটে।
1/6
মোটা মানুষ হবে রোগা, রোগা হবে মোটা! আসলে যে পুকুরের ডুব দিলে ঘটে রোগ থেকে মুক্তি বা আরোগ্য লাভ। গ্রামীন হাওড়ার বাগনান ব্লকের অন্তর্গত বাটুল গ্রামের বিখ্যাত' মোটাপুকুর ' ।
মোটা মানুষ হবে রোগা, রোগা হবে মোটা!
আসলে যে পুকুরের ডুব দিলে ঘটে রোগ থেকে মুক্তি বা আরোগ্য লাভ। গ্রামীন হাওড়ার বাগনান ব্লকের অন্তর্গত বাটুল গ্রামের বিখ্যাত' মোটাপুকুর ' ।
advertisement
2/6
আশ্চর্যের বিষয় হল, এই বর্তমান সময়েও হাওড়া জেলা তো বটেই এমনকি সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই পুকুরে ডুব দিতে সারা বছর ভক্ত সমাগম ঘটে।
আশ্চর্যের বিষয় হল, এই বর্তমান সময়েও হাওড়া জেলা তো বটেই এমনকি সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই পুকুরে ডুব দিতে সারা বছর ভক্ত সমাগম ঘটে।
advertisement
3/6
 চন্ডীর কৃপায়, মন্দির সংলগ্ন পুকুরে ভক্তি ভরে মানদ করলে মনোকামনা পূর্ণ হয় ভক্তের। পুরন অনুযায়ী এই পুকুরে স্নান করার রেওয়াজ। নবনির্মিত মন্দির সংলগ্ন বিশাল পুকুর। মন্দির সংলগ্ন পুকুর পাড়ে পাকুর গাছে তেল হলুদ মাখিয়ে তারপর পুকুরে ডুব।
চন্ডীর কৃপায়, মন্দির সংলগ্ন পুকুরে ভক্তি ভরে মানদ করলে মনোকামনা পূর্ণ হয় ভক্তের। পুরন অনুযায়ী এই পুকুরে স্নান করার রেওয়াজ। নবনির্মিত মন্দির সংলগ্ন বিশাল পুকুর। মন্দির সংলগ্ন পুকুর পাড়ে পাকুর গাছে তেল হলুদ মাখিয়ে তারপর পুকুরে ডুব।
advertisement
4/6
এখানে দেবী চণ্ডী'কে পুজো দেবার পর মানদ করে পুকুরে ডুব। তার আগে নিয়ম অনুযায়ী পুজোর অর্ঘ্য ছোট পুঁটলিতে চাল পয়সা বেঁধে জলে ভাসিয়ে দেওয়া হয়। এভাবেই মানদ করে যান ভক্তরা। তারপর মনস্কামনা পূর্ণ হলে ঢাক ঢোল কাসর ঘন্টা বাজিয়ে জাঁকজমক করে পুজো দেয় ভক্তরা।
এখানে দেবী চণ্ডী'কে পুজো দেবার পর মানদ করে পুকুরে ডুব। তার আগে নিয়ম অনুযায়ী পুজোর অর্ঘ্য ছোট পুঁটলিতে চাল পয়সা বেঁধে জলে ভাসিয়ে দেওয়া হয়। এভাবেই মানদ করে যান ভক্তরা। তারপর মনস্কামনা পূর্ণ হলে ঢাক ঢোল কাসর ঘন্টা বাজিয়ে জাঁকজমক করে পুজো দেয় ভক্তরা।
advertisement
5/6
এ প্রসঙ্গে স্থানীয় তপন সরকার জানান, এখানে পুজোর মূল উপকরণ হল চাল কুমড়ো ও লবণ। সারা বছর দূর-দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে। প্রতি রবিবার পুকুরে স্নান করার রেওয়াজ। যে রবিবার পূর্ণিমার যোগ থাকে সবচেয়ে বেশি ভক্ত সমাগম ঘটে।
এ প্রসঙ্গে স্থানীয় তপন সরকার জানান, এখানে পুজোর মূল উপকরণ হল চাল কুমড়ো ও লবণ। সারা বছর দূর-দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে। প্রতি রবিবার পুকুরে স্নান করার রেওয়াজ। যে রবিবার পূর্ণিমার যোগ থাকে সবচেয়ে বেশি ভক্ত সমাগম ঘটে।
advertisement
6/6
হাওড়ার বাগনান-শ্যামপুর রোডের বাঁটুল কলতলা অথবা নুনটিয়া নেমে কয়েক মিনিটের হাঁটা পথ অথবা টোটোয় চেপে যাওয়া যায়। বাগনান স্টেশন থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে মোটা পুকুর।
হাওড়ার বাগনান-শ্যামপুর রোডের বাঁটুল কলতলা অথবা নুনটিয়া নেমে কয়েক মিনিটের হাঁটা পথ অথবা টোটোয় চেপে যাওয়া যায়। বাগনান স্টেশন থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে মোটা পুকুর।
advertisement
advertisement
advertisement