ছাত্রীর সংখ্যাই বেশি এবারের মাধ্যমিকে! কেন 'লক্ষাধিক' ছাত্র কম? কোথায় গেল ছেলেরা? চমকপ্রদ তথ্য জানুন!
- Reported by:Suman Saha
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
এবছর মাধ্যমিকে মোট ৯,৯৮,৪৭৫ জনপরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ৪,২৮,৮০৩ জন ছাত্র এবং ৫,৫৫,৫৯০ জন ছাত্রী। ছাত্রীদের তুলনায় ছাত্রের সংখ্যা ১,২৭,০০০ কম। উল্লেখযোগ্যভাবে, গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার বেশি হলেও, ছাত্রসংখ্যার এই হ্রাস শিক্ষাজগতে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
ছাত্রসংখ্যা হ্রাসের সম্ভাব্য কারণ: 1. অর্থনৈতিক অনিশ্চয়তা – বহু পরিবার আর্থিক সংকটে থাকায় ছেলেরা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। 2. পরিযায়ী শ্রমিক হওয়ার প্রবণতা – বিশেষ করে গ্রামীণ ও নিম্নবিত্ত পরিবারের কিশোররা রাজ্য বা দেশের বাইরে শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে। 3.কর্মসংস্থানের অনিশ্চয়তা– শিক্ষাবিদদের মতে, পড়াশোনার শেষে চাকরির নিশ্চয়তা না থাকায় অনেকেই শিক্ষার প্রতি আগ্রহ হারাচ্ছে।
advertisement
advertisement








