West Medinipur News: উত্তর ভারতের শীতের পোশাক এবার জঙ্গলমহলে, কম দামে বাজিমাত
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কম দামে শীতের পোশাকের বিস্তৃত সম্ভার পেয়ে উৎসাহের সঙ্গে কেনাকাটা করছেন বহু মানুষ। সোয়েটার, জ্যাকেট থেকে শুরু করে শাল–সবই মিলছে সুলভ মূল্যে।
advertisement
advertisement
advertisement
বিদ্যাসাগর হলের পাশেই শুরু হয়েছে লুধিয়ানা সেল, আর প্রথম দিন থেকেই ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষের। দুপুর হতেই সেলে ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। কম দামে শীতের পোশাকের বিস্তৃত সম্ভার পেয়ে উৎসাহের সাথে কেনাকাটা করছেন বহু মানুষ। সোয়েটার, জ্যাকেট থেকে শুরু করে শাল–সবই মিলছে সুলভ মূল্যে।ছবি ও তথ্য: রঞ্জন চন্দ
advertisement
আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে, এই লুধিয়ানা সেল চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। শীতের মরশুমে কম খরচে মানসম্মত পোশাক কেনার সুযোগ পেয়ে খুশি ক্রেতারা। ক্রেতা পায়েল দাস বলেন, অত্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। প্রতি বছর আমি এই জায়গা থেকে কিনি। পোশাকের গুণগত মানও খুব ভালো।ছবি ও তথ্য: রঞ্জন চন্দ
advertisement







