শীতের মিঠে দুপুরে কাছেপিঠে 'ইতিহাস' ঘাঁটতে চান? ঘুরে আসুন এখানে, স্মরণীয় হয়ে থাকবে!

Last Updated:
বাঁকুড়া শহরের বুকে দুর্দান্ত একটি জায়গা! ঘুরে আসুন শীতের দুপুরে।
1/6
শিক্ষার্থীদের জন্য শীতকালের সেরা ঠিকানা। ইতিহাসপ্রেমীরা ছুটে যান।
শিক্ষার্থীদের জন্য শীতকালের সেরা ঠিকানা এটিই। ছুটে যান বার বার। বলুন তো কোন জায়গা? চিনতে পারছেন? 
advertisement
2/6
বাঁকুড়ার গান্ধী বিচার পরিষদে রয়েছে গান্ধী মেমোরিয়াল স্থায়ী চিত্র সংগ্রহশালা।
বাঁকুড়ার গান্ধী বিচার পরিষদে রয়েছে গান্ধী মেমোরিয়াল স্থায়ী চিত্র সংগ্রহশালা। শীতের দুপুরে কাছেপিঠে কোনও শিক্ষনীয় স্থানে যেতে চাইলে এটিই আপনার সেরা ঠিকানা। 
advertisement
3/6
প্রায় ৫০০ থেকে ৫৫০ টি
প্রায় ৫০০ থেকে ৫৫০ টি "rarest of the rare" অর্থাৎ খুবই দুর্লভ কিছু ছবি রয়েছে এই চিত্রশালায়। ঘুরে দেখতে দেখতে আহরণ করবেন ইতিহাসের স্বাদ। 
advertisement
4/6
প্রতিটি ছবি সুন্দর করে সযত্নে রাখা রয়েছে আলোর সামনে। দেখে মনে হবে একটি সুন্দর প্রদর্শনীতে প্রবেশ করেছেন।
প্রতিটি ছবি সুন্দর করে সযত্নে রাখা রয়েছে আলোর সামনে। দেখে মনে হবে একটি সুন্দর প্রদর্শনীতে প্রবেশ করেছেন।
advertisement
5/6
সাউথ আফ্রিকার প্রিটোরিয়া থেকে গান্ধীজীর দেশ স্বাধীন করার ইতিহাস, পুরোটাই রয়েছে এই চিত্রশালায়।
সাউথ আফ্রিকার প্রিটোরিয়া থেকে গান্ধীজীর দেশ স্বাধীন করার ইতিহাস, পুরোটাই রয়েছে এই চিত্রশালায়।
advertisement
6/6
তবে মানুষের আনাগোনা সংগ্রহশালা আর কিছুটা কমেছে। এই মোক্ষণ সুযোগ ফাঁকায় ফাঁকায় ঘুরে আসুন।
তবে মানুষের আনাগোনা সংগ্রহশালা আর কিছুটা কমেছে। এই মোক্ষম সুযোগ ঘুরে আসুন ফাঁকায় ফাঁকায়। 
advertisement
advertisement
advertisement