একসময় ছুটে বেড়াতেন, এখন কমেছে কাজ! ব্যস্ততা থেকে দূরে কীভাবে কাটছে 'রানার'দের দিন?

Last Updated:
একসময় খবরের বোঝা নিয়ে রানারেরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতেন
1/5
বীরভূম,সৌভিক রায়: কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সেই কবিতা আজও সকলের মনের মধ্যে গাঁথা রয়েছে। 'রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার! রাত্রির পথে পথে চলে কোনও নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার! রানার!' তবে বর্তমানে এই রানারের কাঁধের বোঝা অনেকটাই কমেছে। ভাবছেন কী কারণে এই বোঝা কমল? এই বিষয়ে খোঁজ নিয়েছি আমরা।
বীরভূম,সৌভিক রায়: কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সেই কবিতা আজও সকলের মনের মধ্যে গাঁথা রয়েছে। 'রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার! রাত্রির পথে পথে চলে কোনও নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার! রানার!' তবে বর্তমানে এই রানারের কাঁধের বোঝা অনেকটাই কমেছে। ভাবছেন কী কারণে এই বোঝা কমল? এই বিষয়ে খোঁজ নিয়েছি আমরা।
advertisement
2/5
বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক আরও কত কী অ্যাপ রয়েছে। যেগুলির মাধ্যমে নিমেষের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এমনকি বিদেশ অবধি নিজের মনের ভাব বলে অথবা লিখে পাঠিয়ে দেওয়া যায়। এক সেকেন্ডের মধ্যেই প্রিয়জনের কাছে  পৌঁছে যায় সেই বার্তা। প্রিয়জনদের উদ্দেশে চিঠি লেখার মতো সময় মানুষের এখন নেই। (ছবি ও তথ্যঃ সৌভিক রায়)
বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক আরও কত কী অ্যাপ রয়েছে। যেগুলির মাধ্যমে নিমেষের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এমনকি বিদেশ অবধি নিজের মনের ভাব বলে অথবা লিখে পাঠিয়ে দেওয়া যায়। এক সেকেন্ডের মধ্যেই প্রিয়জনের কাছে পৌঁছে যায় সেই বার্তা। প্রিয়জনদের উদ্দেশে চিঠি লেখার মতো সময় মানুষের এখন নেই। (ছবি ও তথ্যঃ সৌভিক রায়)
advertisement
3/5
এদিকে ভারতের ডাক ব্যবস্থার ইতিহাস ব্রিটিশ আমলের। প্রাথমিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের বাণিজ্যিক স্বার্থ পূরণের জন্য ডাক ব্যবস্থা চালু করে। ১৮৫৪ সালে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট চালু হওয়ার পর ভারতীয় ডাক ব্যবস্থা আরও উন্নত হয়। সেই কারণেই তৈরি করা হয়েছিল ‘পোস্টমাস্টার জেনারেল’ পদ। একসময় খবরের বোঝা নিয়ে রানারেরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতেন। এখন সেই রানারও আর নেই। (ছবি ও তথ্যঃ সৌভিক রায়)
এদিকে ভারতের ডাক ব্যবস্থার ইতিহাস ব্রিটিশ আমলের। প্রাথমিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের বাণিজ্যিক স্বার্থ পূরণের জন্য ডাক ব্যবস্থা চালু করে। ১৮৫৪ সালে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট চালু হওয়ার পর ভারতীয় ডাক ব্যবস্থা আরও উন্নত হয়। সেই কারণেই তৈরি করা হয়েছিল ‘পোস্টমাস্টার জেনারেল’ পদ। একসময় খবরের বোঝা নিয়ে রানারেরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতেন। এখন সেই রানারও আর নেই। (ছবি ও তথ্যঃ সৌভিক রায়)
advertisement
4/5
তেমনই এক রানার সুব্রত সরকার জানান, তিনি প্রায় ৩০ বছর এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। সকাল হলেই সাইকেল করে লোকের বাড়ি বাড়ি বার্তা নিয়ে ছুটে যেতেন। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত লোকে আশায় বসে থাকতেন কখন তাঁদের প্রিয়জন কোনও বার্তা পাঠাবেন। এক-এক দিনে ১০০০-১২০০ চিঠি পৌঁছে দিতে হত। সেই সংখ্যা আজ কমে দাঁড়িয়েছে ১০০-১৫০, তাও রোজ হয় না। (ছবি ও তথ্যঃ সৌভিক রায়)
তেমনই এক রানার সুব্রত সরকার জানান, তিনি প্রায় ৩০ বছর এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। সকাল হলেই সাইকেল করে লোকের বাড়ি বাড়ি বার্তা নিয়ে ছুটে যেতেন। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত লোকে আশায় বসে থাকতেন কখন তাঁদের প্রিয়জন কোনও বার্তা পাঠাবেন। এক-এক দিনে ১০০০-১২০০ চিঠি পৌঁছে দিতে হত। সেই সংখ্যা আজ কমে দাঁড়িয়েছে ১০০-১৫০, তাও রোজ হয় না। (ছবি ও তথ্যঃ সৌভিক রায়)
advertisement
5/5
তিনি জানান, সোশ্যাল মিডিয়ার যুগে আর কেউ চিঠি পাঠান না। পোস্ট অফিসের মাধ্যমে যে কয়েকটি চিঠি এসে পৌঁছচ্ছে তার মধ্যে অফিসিয়াল কাজেরই বেশি। তাই এই পেশা ছেড়ে অনেকেই অন্য কাজে মনোনিবেশ করছেন। তবে এইসব কিছুর মাঝে যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় ডাক বিভাগ তার পরিষেবাতেও পরিবর্তন নিয়ে এসেছে। স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থা। (ছবি ও তথ্যঃ সৌভিক রায়)
তিনি জানান, সোশ্যাল মিডিয়ার যুগে আর কেউ চিঠি পাঠান না। পোস্ট অফিসের মাধ্যমে যে কয়েকটি চিঠি এসে পৌঁছচ্ছে তার মধ্যে অফিসিয়াল কাজেরই বেশি। তাই এই পেশা ছেড়ে অনেকেই অন্য কাজে মনোনিবেশ করছেন। তবে এইসব কিছুর মাঝে যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় ডাক বিভাগ তার পরিষেবাতেও পরিবর্তন নিয়ে এসেছে। স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থা। (ছবি ও তথ্যঃ সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement